আপনারা যারা এ লেখাটি পড়ছেন এবং পড়ছেন না সবাইকে সালাম এবং শুভেচছা। বন্ধু এবং সহকরমিদের কাছে শুনলাম এটা নাকি খুব মজার। এখানে কি হবে জানিনা। তবে এটা যে খুব তত্ত এবং তথ্য নিরভর তা বুঝা জাচ্ছে। এখানে জ্ঞানী যে ভরা তা বলাই বাহুল্য। অনেক জ্ঞানী এর মাঝে যে আমি অপাঙ্কতেয় তা বুঝতে সময় লাগেনি।
এখনও বাংলা লিখা সব শিখতে পারি নাই। দেখি কতদুর যেতে পারি !
আমি আমার হারিয়ে যাওয়া বন্ধুদের খুজে পেতে চাই। তাই আমার অতিত জীবনের উল্লেখযেগ্য ঘটনা লিখার চেষ্টআই করব।
আমার পুরাতন পরিচিত কারও কাছে যদি আমার ঘটনা জানা বা শুনা মনে হয়, অথবা আপনি যদি একই সময়এ ঐ এলাকায় থেকে থাকেন তাহলে আমাকে জ়ানালে আরো অনেক আনন্দ হবে।
সময় ; ১৯৭৬ হতে ১৯৭৯ মুলত এবং ১৯৮৫ পর্যন্ত
স্থান ; পাবনা, চুয়াডাঙ্গা এবং রংপুর
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




