আজ সিলেট জেলার কানাইঘাট থানার গাছবাড়ি আইডিয়াল কলেজের ওরিয়েন্টেশণ ছিল। এ উপলক্ষ্যে ছাত্রশিবির, ছাত্রদল ও ছাত্রলীগ নবীনদের বরণ করতে মিছিলের কর্মসূচি হাতে নেয়।
বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তিন দলের সভাপতিকে ডেকে কর্মসূচি পালন না করার জন্য সাদা কাগজে তিন সভাপতির কাছ থেকে স্বক্ষর নেয়।
কিন্তু ছাত্রলীগ স্বাক্ষর দিয়ে পরে আবার মিছিল শুরু করে।
এরপর ছাত্রদলও মিছিল শুরু করে
তখন তো শিবির আর বসে থাকতে পারে না।
তারাও মিছিল শুরু করে। শিবিরের মিছিল যখন শান্তিপূর্ণভাবে ছাত্রলীগরে মিছিলকে অতিক্রম করছিল তখন ছাত্রলীগের মিছিল থেকে শিবিরের মিছিলে ঢিল ছোড়া হয়। শিবির ছাত্রলীগকে প্রথমে প্রতিরোধ করে।
পরে ছাত্রলীগ বেপরোয়া হলে শিবির তাদের প্রতিহত করে এবং এক পর্যায়ে ছাত্রলীগ পালিয়ে পার্শ্ববতী গ্রামে আশ্রয় নেয়।
হায়রে ছাত্রলীগ ......নিজেরা প্রথমে আক্রমণ করে পরে পলায়ন করল। হায়রে কাপুরূষের দল। বাংলাদেশের মানুষ তোদের অচিরেই প্রতিহত করবে।
তখন আর পালানোর পথ পাবি না।
তাই সেরকম পরিস্থিতি তৈরির আগে তোরা ভালো হয়ে যা।
বাংলাদেশের মানুষকে একটু স্বস্তিতে থাকতে দেয়।
নইলে বাংলাদেশের মানুষ সহ্যের সীমা আতিক্রম করলে কী করতে পারে তা গোটা বিশ্ব জানে।
সুতরাং সাবধান......................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




