এই ছোড়া, তুই সাধন হতে চাস?
তবে, তুই রাধাক্রান্ত হ'। রাধাভাবে
নিজের ভেতর বসিয়ে রাধা হয়ে যাবি শ্রীমতি
তাহলেই পাবি গতি
পরমপতির দুঃসাধ্য আরাধন যদি
মনোরঙ্গে অঙ্গে বসাতে পারিস
তাহলেই সাধন হ'বি...
ওই শোন দূরে সাধুরা গাইছে সুরে
'রাধা না হলে নিজে কৃষষ্ণপ্রেম বুঝিবে কীসে...'
তুই এখন রাধা হয়ে যাবি
ওরে পাগল রাধা হয়ে গাইবি
পরমের গান...
তাহলেই সজল বরষা এসে
ভাসিয়ে নিয়ে যাবে তোকে
সাধনের দেশে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




