বিয়ে নিয়ে অনেকের মধ্যেই নানা রকম ফ্যান্টাসি, উত্তেজনা, অনুযোগ, অভিযোগ দেখা যায়। বিশেষ করে ছেলেদের মাঝে (পুরুষ শব্দটি কিন্তু ব্যবহার করিনি!) । জন্মগতভাবেই মেয়েরা ছেলেদের থেকে যোগাযোগে পটু। তাই ছেলেদের জন্য এই দক্ষতাটি শেখা জরুরি। আসুন কয়েকটি বিষয় একটু দেখি আসলে আপনার বিয়ের বয়স হইছে কিনাঃ
1. পুরুষ - এর মানে কি আপনি জানেন শরীয়ামতে কি?
2. পরিবারের কি কি কাজ ও দায়িত্ব আছে সেগুলা জানেন? আপনি এর কয়টা নিজের গরজে পালন করছেন? কতবছর ধরে? জানেন কি এগুলা সারাজীবন আপনায় করতে হবে?
3. পর্দা নিয়ে কি জানেন সবটা?
4. মাহরাম - গায়েরে মাহরাম মানেন কি? আপনার বাড়িতে পরিবেশ না থাকলে সেটা কিভাবে তৈরি করবেন?
5. আপনার পরিবার ও আত্মীয়দেরকে কি দাওয়াত দেন দ্বীনের?
6. বাচ্চা পালন নিয়ে ঠিক কি কি জানেন? এটা আপনার বিয়ের অনেক আগেই ভাল করে জানা দরকার, এটা আপনাকে আপনার ভবিতব্য সন্তানদের উপযুক্ত মা খুঁজতেও সহায়তা করবে।
7. নিজের রাগ কতটা নিয়ন্ত্রণে থাকে?
8. কঠিন সময়ে কি কি করবেন বা করেন সেটা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক?
9. আল-ওয়ালা ওয়াল-বারা - নিয়ে আপনার মত কি? এটা কি বাস্তব জীবনে প্রয়োগ করেন?
10. বিবাহ, তালাক, পরিবার, হায়েয, নিফাস, ইদ্দত, নজর হিফাযত - এসব বিষয় ও তদসংক্রান্ত মাসআলা কি আপনার জানা?
11. পারিবারিক ঝামেলা কিভাবে মিটাবেন - সেটা নিয়ে আপনার দক্ষতা ও জানাশোনা কতটুকু?
12. নিজের পরিবারের খোঁজখবর কতটুকু নেন?
13. জানেন কি বিয়ে করতে যাচ্ছেন মানে আপনি নূন্যতম ৩টি পরিবারের সাথে যুক্ত হচ্ছেন ও আপনার সবকটাতেই দায়িত্ব আছে?
14. আপনি সম্পর্ক মেইনটেইন করেন কিভাবে - দক্ষ না অদক্ষ?
15. আপনি কি শারীরিক, মানসিক, আর্থিকভাবে যোগ্য?
16. মোহর নগদে আদায় করবেন তো? এটা আপনার সামর্থ্যানুযায়ী নগদেই হওয়া উচিৎ। নইলে সমস্যা হবেই। যে রাজী হবে না, তার দিকে না এগুনোই ভাল। (ধরুন বিয়ের ১০ মিনিটের মাথায় আপনি মারা গেলেন, তাহলে আপনার মোহরানা তো আপনার ওয়ারিশদেরকে আদায় করতে হবে, উনাদের কি এভাবে দায়ী করাটা ঠিক হবে? যদি কনে মাফও করে দেয়, সেটা তো আর খুশি হয়ে মন থেকে নয়!)
17. কুফু নিয়ে আপনি কতটা জানেন? এটা না হলে যে আপনার সংসার জীবন অঙ্গার হবে জানেন?
18. আপনার পরিবারে কি আপনার স্থান সুস্পষ্ট? আপনার কথার দাম আছে?
19. ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে পারেন কি?
20. স্ত্রী মানেই কথা দ্বারা আপনায় কষ্ট দিবে। জানেন কি এটা? এগুলা সহ্য করার শক্তি কি আছে? (মানসিক প্রস্তুতি না থাকলে বিয়ে আপনার না করাই উত্তম, কারণ মনে কষ্ট পেয়ে উল্টা পাল্টা কাজ করে ফেলবেন। জৈবিক চাহিদা খুবই স্বল্পস্থায়ী)
21. সেই লেভেলের প্রচুর নাটক করতে পারেন? কারণ, এটা আপনার আহলিয়াকে খুশি রাখতে, পরিবারে আপনার অবস্থান ধরে রাখতেও সাহায্য করবে।
22. যা যা করতে চাচ্ছেন তা কি আল্লাহকে খুশি করতে আল্লাহ ও রসূল (স.) এর বাতলানো পন্থায় করছেন কি?
23. মৌলিক ইলম কি আপনি অর্জন করেছেন? না করলে আগেই শুরু করেন।
এখন বলুনতো কয়টার উত্তর আপনার ইতিবাচক? এখন আপনিই সিদ্ধান্ত নিন। কি ভয় করছে? উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বাস্তবতার সাথে একটু পরিচিত করানো যাতে আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সেনাবাহিনীতে একটা কথা আছে – “কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ”। তাই আপনি যত বেশি সম্ভাব্য অব্স্থার প্রস্তুতি নেবেন ততই ভাল। যাকে বলে Worst case scenario preparation.আমার উদ্দেশ্য আপনাকে একটা বার্তা পৌঁছে দেয়া। আপনি একটু বিষয়গুলা মাথায় রাখলেন আর কি।
সাজ্জাদ হোসেন
#wordsofwisdom #sazzadais #learnwithsazzad
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২৪