আবারও পানি বিহীন কাটাতে হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও এর আশে পাশের এলাকার মানুষদেরকে। এর আগেও এমন ঘটনা অনেক ঘটেছে। তবে এবারকারটি নজিরবিহীন। কেননা, এই খবরটি এখানকার প্রধান প্রধান জাতীয় দৈনিকপত্রিকাগুলোর লিড নিউজ হিসাবে প্রকাশিত হয়েছে।
একটি প্রধান দৈনিকে পানি সরবরাহকারী সংস্থার উল্লেখ করে বলা হয়েছে- কমপক্ষে ৪৮ ঘন্টা চলার উপযোগী পানি জমা করে রাখুন। জানানো হয়েছে- ক্লাং ভ্যালি অঞ্চলের ৬২০,৮৩৫ টি আবাসিক সংযোগ স্মরণ কালের ইতিহাসের সব চেয়ে বড় এই পানি সরবরাহ বিহীন অবস্থায় থাকতে যাচ্ছে। বলা হচ্ছে- ২৪ শে এপ্রিল ২০১৯ তারিখ থেকে ৮৬ ঘন্টার জন্য পানির ট্যাপগুলো শুকনো অবস্থায় থাকতে চলেছে। ৫৭৭ টি সরবরাহ অঞ্চলের মোট ৪,১৪২,৪৬৫ জন ভোক্তা এই সময় দুর্ভোগের স্বীকার হবেন। যে সব জেলার লোক জন ভোগান্তি পোহাবেন সেগুলো হচ্ছে- ক্লাং, শাহ আলম, গোমবাক, কুয়ালালামপুর, কুয়ালালাঙ্গাত ও কুয়ালাসেলাঙ্গর।
অতি জরুরী কিছু মেরামত কাজের জন্য কর্তৃপক্ষ এই উদ্যোগ নিচ্ছেন বলে জানানো হয়েছে।
ক্লাংভ্যালী অঞ্চলে প্রায়ই এই ধরনের পানি সংকট দেখা গেছে। আমি বিগত ৫ বছরে এই ধরনের সংকট অনেক দেখেছি। কিন্তু এবারের মতো পত্রিকার লিড নিউজ দেখনি। খুব টেনশনে আছি। পানি বিহীন ৮৬ ঘন্টা পার করা চাট্টি খানি কথা নয়।
এই সময় যারা মালয়েশিয়া বেড়াতে আসবেন তারা ঝামেলায় পড়বেন এটা বলাই বাহুল্য। বড় বড় হোটেলগুলো কি ভাবে গ্রাহকদের পানি সরবরাহ অব্যাহত রাখবে সেটাও একটা বিরাট ব্যাপার।
এখন প্রতীক্ষায় আছি ভয়ঙ্কর ২৪শে এপ্রিলের জন্য। পানি কত দামী আবার বুঝতে পারবে সবাই। দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্যদা বুঝি না।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




