বাংলাদেশের অনেক বিখ্যাত ও জনপ্রিয় এক জন লেখক বলেছেন কাউকে ভালোবাসি বলাটা নাকি খুবই হাস্যকর একটি ব্যাপার।
তিনি তার একটি গ্রন্থের ভূমিকায় এই কথাটি উল্লেখ করেছেন । তিনি বলেছেন-একটা ছেলে একটা মেয়েকে বলছে -"আমি তোমাকে ভালোবাসি" এটা আমার কাছে হাস্যকর মনে হয়।
একটি ছেলে একটি মেয়েকে কিংবা একটি মেয়ে একটি ছেলেকে - "আমি তোমাকে ভালোবাসি " কথাটি বলতেই পারে ।
কিন্তু কথাটি হাস্যকর মনে হবে কেন?!
প্রকৃতির অসাধারণ নিয়মে একটি ছেলে কিংবা একটি মেয়ে পরস্পরের প্রতি টান অনুভব করে ।্হৃদয় থেকে । সেই ক্ষেত্রে তারা হৃদয়ের কথাটি বলিতে ব্যাকুল হইয়া থাকে এবং এই অভিবক্তির প্রকাশ করার জন্যই তারা কথাটি বলে থাকে । কিন্তু আমার কাছে কথাটি কখনোই হাস্যকর মনে হয়নি বরং আমার কাছে মনে হয়েছে পৃথিবীর অত্যন্ত সুন্দর কথাগুলোর একটি এবং এই কথাগুলো বলতে তাদের আসলেই কোন দ্বিধা থাকা উচিত নয়। তাদের উচিত পরস্পরকে কথাটি চিৎকার করে বলা-" আমি তোমাকে ভালোবাসি"।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা বেঁচে থাকুক চিরকাল।