অনিন্দিতা ভালো আছো
ভালো আছো অনিন্দিতা
কারো এই ছোট্ট কথা, ভদ্রতার কুশলি হয়তো কৈশরে অনিন্দিতার ভালো থাকার উপলক্ষ এনে দিত, মন খারাপের মেঘ উড়িয়ে নিত.......।
অনিন্দিতা ভালো ছিলো
অনিন্দিতা ভালো ছিলো না
জোনাক ছিলো; শিশির ছিলো
কাঁচ ভাঙা ভোর ছিলো
সূর্য্যের আলোয় জোনাক জ্বলে না....... তবুও শৈশবের আকাশে মেঘেরদেশে পঙ্খীরাজের রাজপুত্র থাকে, বৃষ্টিতে পরীদের কান্না থাকে, ঘুলঘুলি ভেদ করা জোছনায় রামধনু রং ফুল থাকে; ঘাস ফড়িং এর পিঠে করে পরীর দেশে যাবার স্বপ্ন থাকে, আরো কত কি থাকে হয়তো সেই শৈশব থেকেই সোনার কাঠি ছুঁয়িয়ে ঘুম ভাঙানো রাজকুমারের অপেক্ষায় ঘুমিয়ে থাকে ভবিষ্যৎ নারী যে ঘুম আর ভাঙে না। বার্ধক্যে কী এই গল্পগুলোই বদলে যায়, রাজপুত্রের বদলে যমরাজের জন্য অপেক্ষা পরীর দেশের বদলে স্বর্গে যাব- ঈশ্বরের সাথে নৈশভোজ?
ভালো আছি বলতে বলতে অনিন্দিতা জেনে গেছে কেউ ভালো থাকে না ভালো থাকতে হয়, মানুষ স্বচ্ছন্দ স্বচ্ছল থাকে, অভাবে থাকে, , আদর-অনাদরে থাকে, ভালোবাসায় অবহেলা কুড়িয়ে বেঁচে থাকে , ঘৃনায় থাকে কী!!!!!
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




