ঘটনা -১ : কিছু দিন আগে আমাদের এখানের একটি ব্যাংকে গিয়ে একটি ব্যানার দেখতে পাই । যার শিরোনাম ছিল " এই শাখায় পদ্মা সেতুর জন্য স্বেচ্ছায় অনুদান গ্রহন করা হয় " ।
ব্যানার দেখে ভাবলাম পদ্মা সেতুর জন্য তাইলে শেষ পর্যন্ত ডিজিটাল ভিক্ষাবৃত্তি কেই বেছে নেওয়া হল !!!
ঘটনা -২ : তার কিছুদিন পর আমরা আমাদের দেশে একটি ইসলামি আন্দোলন দেখি যার অর্থসংস্থান নিয়ে সরকারি মহল থেকে ওঠে নানা প্রশ্ন । সরকারি মহল থেকে আন্দোলনকারীদের উপদেশ দেওয়া হয় এ ধরনের অহেতুক কাজে ( তাদের মতে ) অর্থ অপচয় না করে জনকল্যাণে অর্থ ব্যয় করতে ।
এই দুটি ঘটনা দেখে দুটি জিনিস উপলব্ধি করেছিলাম ১.সরকারের জনকল্যানে স্বদিচ্ছা এবং ২ . তাহাতে অর্থের প্রয়োজনীয়তা ।
কিন্তু সাম্প্রতি রাজধানীর চিত্র দেখে মনে প্রশ্ন জাগে " জনকল্যানে স্বদিচ্ছা এবং উন্নয়নে অর্থের প্রয়োজনীয়তা " সরকারের আদেও ছিল কিনা ?
কারন " ৬০ কোটি " টাকা খরচ করে উন্ননের ডিজিটাল ফিরিস্তি গাওয়ার কোন প্রয়োজন ছিল কি ?
এই ৬০ কোটি টাকা কি পদ্মা সেতুর স্বেচ্ছা অনুদানে জমা অথবা কোন জনকল্যান মূলক খাতে ব্যয় করা যেত না ?
এখন আমি একজন সাধারণ জনগন হিসাবে যদি প্রশ্ন করি " এই অহেতুক কাজে কেন অর্থ অপচয় করলেন ? " তাহলে আপনারা তার কি জবাব দিবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



