[সোয়ান লেক আইরিশ গার্ডেন: অলীক সন্ধ্যার এক চিঠি
ভূমিকা
যেতে যেতে রাধা ভুলে গেল তার জাপানি ছাতা
নক্ষত্রভরা ধূসর আকাশে
অদূরপ্রসার রেশমি এক ঘোমটা,
বাগানের দ্বারে এসে দাঁড়ায় পথহারা সন্ধ্যা।
গীতিকা
ক্যালিফোর্নিয়ার সোয়ান লেক—
আইরিশ গার্ডেনের প্রশান্ত জলে
আট প্রজাতির রাজহাঁস,
নিজস্ব ভাষায়,
আটটি ভঙ্গিতে খেলে সন্ধ্যার আলোছায়ায়।
আমরা দুজন,
বসে আছি পাশাপাশি—
অনুজ্জ্বল নক্ষত্রের মতো,
নিঃশব্দে, গভীর মৌনতায়,
হাতে হাত রেখে, যেন বহু জন্ম পরে দেখা।
নীল আঁধারে জোনাকি জ্বলে—নেভে,
বাতাসে লেখে অস্তিত্বের সোনালি পদাবলি।
ঝরা পাতার গন্ধে
আত্মার প্রাচীন ছায়ারা জেগে ওঠে,
তাদের দীর্ঘ হয়, ঘন হয়,
এবং জমে ওঠে সোয়ান লেকের ধূসর রাত।
দূর থেকে বাঁশির মৃদু সুর ভেসে আসে,
আকাশের পূর্ণচাঁদ চুপিচুপি নামে,
স্নোড্রপসের শুভ্র পাঁপড়িতে পড়ে
শীতল জ্যোৎস্নার নিঃশব্দ নীরবতা।
জুনের বিদায়ী সন্ধ্যা—
গন্ধে গন্ধে বাতাস নেচে ওঠে,
আর সারা রাত দুলে যায়
সাদা জাপানি আইরিশ ফুল।
সামার ক্ল্যাথ্রারের সুবাসে
আমার মন আজ তীব্রভাবে ভেসে থাকে—
তোমার চোখে চোখ রেখে,
নিঃশব্দে মুখোমুখি বসে আছি।
সমাপ্তি
বহু যুগ পরে, আনত চোখে
ফুটে উঠেছিল এক মৃদু হাসি,
তোমার ছোঁয়ার আঙুলে ধরা ছিল
মাত্র একটি শব্দ—
ভালোবাসি।
আর সোয়ান লেকের হাঁসেরা,
সেই শব্দই আজও ভাসায়
জলের প্রতিচ্ছবিতে,
আলোছায়ার ওপারে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




