দখিনের জানালা
আমার ঘরের দখিনের জানলাটার কোনো নিজস্বতা নেই,
বরং ওর আচরণ গুলাম আলী, মেঘদল কিংবা ডেনভার এর উপর নির্ভর করে,
তবে সবচেয়ে বেশি নির্ভর করে বোধহয় আমার মনের উপর।
অবসর বিকেলে ঝেঁকে ধরা বিষণ্ণতা নিয়ে যখন ওর দিকে দেখি
ও আমার নির্জনতা বুঝে নিসঙ্গতা আঁচ করে ফেলে,
বিশাল আকাশের বুকে ছুটে যাওয়া মেঘেদের সাথে... বাকিটুকু পড়ুন

