চিন্তা করছেন কারবার??? বউ পুলাপান ব্যাবাগ শুদ্ধা লাগছে...একুশে ফেব্রুয়ারিতে বোমা মারবে...মানুষ মারবে....মানুষ, মানুষরে মারবে। গতকাল পুলিশ স্টেশনে বোমা ফাটাইছে এক জেএমবি। আজ আরো দুইটা গ্রেনেডসহ ধরা পড়ছে আরো দুইজন। এরা কার বিরুদ্ধে যুদ্ধ করতেছে?? কারা?? যারা সাধারণ মানুষ...একুশের ফেব্রুয়ারিতে ফুল দিতে বারাইছে?? তাগো মারতে চায়?? নাকি বাঙালিপনা এগো না-পছন্দ???
আমার অবাক লাগে...এদের মাথায় কি মগজ না যন্ত্র??? মানুষ মারা সফটওয়্যার লোড করা??? কি এরা?? ক্যানো এরা মানুষ হইয়া, একই জাত বাঙালী হইয়া---- মানুষরে...বাঙালীগো মারতে চায়????
আমি বলি যারা একাজ করতেছে তারা তাদের খোদারেই জিজ্ঞেস করুক...কোন আইনে, কোন ধর্মীয় বিধানে আছে মানুষরে বোমা মাইরা খতম করো। এ কোন ধর্ম??? এটা ইসলাম ধর্ম না। ইসলাম ধর্ম কখনো বলে নাই এ কথা। অন্তত আমি কোরানে পাই নাই কখনো। তাইলে???
এ খোদা এ্যাগো শুবুদ্ধি দাও। শুবুদ্ধি দাও।
খবরটা ঘন্টা কয়েক আগে দিগন্ত টিভির স্ক্রলে ব্রেকিং নিউজ হিসেবে দেখাইতেছিলো।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





