বাংলাদেশী তথা বাঙালীর স্বাধীনতা দিবস উদযাপিত হলো গতকাল, ২৬ মার্চ। সেই বিচারে আমারও। কিন্তু আমি এইখানে অন্যরকম স্বাধীনতার কথা বলতেছি।
ব্লগার হিসেবে যখন আমারে ব্লক করা হয় প্রথম পাতা থেইকা। শুধু তাই না, যখন কোনো কেমন্টও করতে পারি না। তখন নিজেরে বড় পরাধীন লাগে। বড্ড হাত পা বান্ধা মনে হয়।
অতএব, প্রিয় মডু ভাই, আমারে বইলা দেন, ব্লগে আমার স্বাধীনতা মিলবে কবে? সাম.ইন ব্লগে কবে হবে আমার স্বাধীনতা দিবস???
এই পরাধীনতার শিকল যে আর সহ্য হইতেছে না।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামরে মনে পড়তাছে:
কারার ঐ লৌহকপাট....ভেঙে ফেল কররে লোপাট........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





