আমি এখন পর্যন্ত ৮৯ টা পোস্ট করেছি। আরও দুই-চারটা হয়তো করেছিলাম কিন্তু এখন সরিয়ে ফেলেছি। আমি নিজের পোস্টের বিষয়বস্তু নিয়ে একটা হিসাব নিকাশ করে নীচের তথ্য পেলাম।
সাহিত্য, সঙ্গীত, কাব্য, সিনেমা ১৯ টা ২১%
ধর্ম ১৯ টা ২১%
অনুবাদ ১২ টা ১৩%
বিজ্ঞান, গণিত ৯ টা ১০%
ধাঁধা, কৌতুক, মজা ৮ টা ৯%
ফিচার ৫ টা ৬%
আন্তর্জাতিক বিষয় ৫ টা ৬%
সমসাময়িক বিষয় ৪ টা ৪%
আর্থ-সামাজিক বিষয় ৩ টা ৩%
স্মৃতি রোমন্থন ৩ টা ৩%
বিবিধ ২ টা ২%
মোট ৮৯ টা ১০০%
উপরের উপাত্ত থেকে দেখা যাচ্ছে আমার ২১% পোস্ট সাহিত্য, সঙ্গীত, কাব্য এবং সিনেমা নিয়ে এবং আরও ২১% ধর্ম নিয়ে। আমার ৭৯% পোস্টের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই।
কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় ব্লগের বেশীর ভাগ ব্লগার আমাকে ধর্মীয় পোস্ট দেয়া ব্লগার মনে করে। ব্লগের প্রেক্ষাপটে কোন ব্লগারকে ধর্মীয় পোস্টদাতা ব্লগার মনে করাটা বেশীরভাগ ক্ষেত্রে ঐ ব্লগারের জন্য সুখকর না। কারণ সাধারণত ধরে নেয়া হয় যে (ব্যতিক্রম ছাড়া) যারা ধর্ম নিয়ে বেশী পোস্ট দেয় এরা গোরা, মৌলবাদী, জঙ্গি, কাঠ মোল্লা, উগ্রবাদী, বিজ্ঞান বিমুখ। এমন কি অনেক ক্ষেত্রে এদেরকে রাজাকার, জামাত, ছাগু ইত্যাদিও মনে করা হয়।
ব্লগে একজন ব্লগারের ইমেজ খুব গুরুত্বপূর্ণ। ব্লগে আহমেদ জি এস ভাই, খায়রুল ভাই, ডঃ আলী ভাই, শায়মা আপা, জুন আপা প্রমুখ যারা আছেন (আরও কয়েকজন আছেন। যাদের নাম নেই নাই তারা দয়া করে রাগ করবেন না।) ওনাদের ইমেজ একদম নির্ভেজাল। ফলে ওনাদের বক্তব্যকে অন্যরা বেশী গুরুত্ব দেয়।
আমার এই ধরণের ইমেজের কারণে ব্লগে ইসলাম নিয়ে লিখতে এখন একটু ভয় পাচ্ছি। কারণ সহজেই ধর্মীয় পোস্টদাতাদের বিপদে ফেলে দেয়ার সুযোগ আছে। ব্লগে আমার ইমেজের কারণে জঙ্গি, উগ্রবাদী, জামাত, শিবির ইত্যাদি শ্রেণীতে আমাকে সহজে ফেলে দেয়া যায়। আর তাছাড়া ব্লগে ধর্মীয় বিষয়গুলি খুব উত্তেজনা সৃষ্টি করে অনেক সময়। তবে অবশ্যই ব্লগে অনেকে আছেন যারা ধর্মীয় পোস্ট পছন্দ করেন এবং ভদ্রতা বজায় রেখে ধর্মীয় পোস্টে মন্তব্য করেন বা বিতর্ক করেন। আমি আমার ধর্মীয় পোস্টগুলি নিয়ে একটু চিন্তায় আছি।
সুত্রঃ কোন সুত্র নাই।
ছবিঃ কোন ছবি নাই।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:০৬