খুব সম্প্রতি একটা কোটেশন, পালটা কোটেশন চলছে বাংলার ফেবু দুনিয়ায়, আর তা হলো-
"একটা ছেলে সফলতার পিছনে শুধুই মা, অন্য একটা মেয়ে শুধু সফল ছেলেকে বিয়ে করে"
আর এটাকে কাউন্টারে বলা হচ্ছে-
"একটা মেয়ের সফলতার পিছে শুধুই বাবা, স্বামী হিসাবে কোনও ছেলেই চায় না তার স্ত্রী সফল হোক"
কিন্তু এই ২টা কথায় যে বাস্তবিক অর্থে পুরোটাই ভুল।
ভালো মেয়ে কখনোই অসফল ছেলেকে ছেড়ে যায় না। আর স্ত্রীর সাথে মায়ের তুলনা করা জাস্ট এ মূর্খতা। মা তো মা ই। মায়ের তুলনা শুধু মা। আর একটা ছেলের সফলতার গল্পে বাবা মা স্ত্রী সবারই অবদান থাকে, বাবা মার অবদানের তুলনায় স্ত্রীর অবদান হয়তো কম, কিন্তু তার অবদানও অনেক।
এবার আসি ২য় কথায়,
এখানেও সেইম, একটা মেয়ের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার যতটা অবদান তার সব থেকে বেশি ক্রেডিট বাবা এবং মায়ের। বাবা অর্থের যোগান দেয়, মেয়ে সেই অর্থ নিয়ে এগিয়ে যাওয়ার পথে দৌড়ায়, আর বিয়ের পরও যদি স্বামীর মতো স্বামী পায় তাহলে তার সফলতার পিছে দৌড়ানোর গতি আরো বেড়ে যায়। এখানেও স্বামী হিসাবে ছেলেটার অবদানও অনেক।
সো এই সব কন্ট্রোভার্সারি কথা বলে সমাজে একপক্ষ আরেকপক্ষের সামনে এন্ট্রি হিসাবেই দাড় করাবে, কোনও ভালো কিছু হবে না।
মদ্দা কথা হচ্ছে, প্রতিটা ছেলে এবং মেয়ের পিছনে বাবা এবং মা এর অবদান সব থেকে বেশি, তারপরেই আসে স্বামী এবং স্ত্রীর অবদান। যা অস্বীকার করার উপায় নাই।
বিঃদ্রঃ তবে হ্যা, সব কিছুরই এক্সেপশন আছে, এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



