
শাহ আজিজ /২০/১০/১৭ রাত ১২,৩৭
এইতো সেই হেমন্ত
সীমান্ত পেরিয়ে মুক্তিসেনারা
গ্রামগুলো দখলে আনছে
কি আনন্দ আমার , স্বাধীনতা
তুমি এখন সময়ের ব্যাপার।
মুক্তভুমিতে রাইফেল উচিয়ে
হল বিনিময় আলিঙ্গন ।
এদের রাইফেলেইতো ভরেছিলাম
গুলি আর বন্দুকে ছররা ।
কতজন হারিয়ে গেছে
কতজন ফিরেছে না কাটা চুল দাড়িতে ।
বাপ নেই , মা বিছানায়, সন্তান
হাতড়ে চলে স্টেনগানের ম্যাগাজিন
সামনে ধু ধু হাহাকার ভবিষ্যৎ
রাইফেল নয় দুমুঠো অন্ন চাই
নয় মাসের কামলার মজুরী হিসেবে।
৪৬ বছর পর আমার রাইফেল
ধুসর হয়েছে মরিচার আবরনে
আমি চিৎকার করে বলি ফিরিয়ে নিয়ে
চলো ৭১এর রনাংগনে , আমার হৃত মাটিতে।।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




