
উভয়েই ভাড়াটে সৈন্য খুজছে বিবিধ জায়গায় । রাশিয়া এজেন্ট লাগিয়েছে সিরিয়ায় আর ইউক্রেন অবশ্য বলেনি তবে বাদামি গায়ের রঙের সেনা দেখা গেছে । আমরা এবার দেখব ভাড়াটে সৈন্য কিভাবে একে অপরকে পরাজিত করে। ব্রাজিল ও তার আশপাশ থেকে ভাল পেশাদার স্নাইপার শুটার আনছে রাশিয়া । আর লিবিয়া , আলজেরিয়া , তিউনিশিয়া এবং আফ্রিকার পুরো সেনা বাজার তো রয়েই গেছে । ইউক্রেনের সেনা দম্পতি বর্ডারেই উন্মুক্ত আকাশের নিচে বিয়ে সেরে নিল । ভাড়াটে সৈন্যের যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং ওয়ার মেশিন চালু থাকবে । এখনই মন্তব্য নয় তবে ইউক্রেন আরেকটি ইরাক এবং রাশিয়া আরেক পিস লিবিয়া যে হবে তা নিশ্চিত । মস্কোতে যুদ্ধ বিরোধী সমাবেশ বেশ শক্ত । ইউক্রেনের দেড় মিলিয়ন শরণার্থী বর্ডার ক্রস করে পোল্যান্ড সহ আশপাশের দেশে ঢুকেছে । ট্র্যাম্প মার্কিনীদের বুদ্ধি দিয়েছে চীনের পতাকা একে আমেরিকান বিমান রাশিয়ায় বোমা ফেলুক , দারুন বুদ্ধিমান তো ।
আমরা একটা সেনা হাট বসাতে পারি । তেলের মত চড়া দামে বেচা কেনা খারাপ হবে না । এতো ক্যাডার আমাদের দেশে শুধু পোশাক পরিয়ে দিলেই হবে । অস্ত্র সবাই চালাতে পারে । আফগান তালেবান তো বসেই আছে , ভেবে দেখবেন ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২২ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



