
মারিউপোল শহর গুড়িয়ে দিল রাশান দস্যু বাহিনী বোমা মেরে ।
ভাগ্যবতী মারিয়ান্না পোদগুরুস্কায়া । বিধস্ত ম্যাটারনিটি হাসপাতাল দালানের শুরকির নিচে চাপা পড়েছিল মারিয়ান্না । উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করল । মারিয়ান্না গর্ভ ধারনের অ্যাডভানস স্টেজে । স্বেচ্ছাসেবকরা দ্রুত তাকে নিরাপদ স্থানে নিয়ে গেল । হাসপাতাল কর্মীরা তার বাচ্চা ডেলিভারি করাল ঈশ্বরের ইচ্ছায় সুস্থ নিরাপদে ।
সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো মারিয়ান্না আর তার নবজাতকের ছবি । সবাই ছিঃ ছিঃ করল ,ঘৃণা প্রকাশ করল রাশানদের প্রতি ।
মা ও শিশু ভাল আছে । তারা এখনো রয়ে গেছে মারিউপোল শহরে , কৃষ্ণ সাগরের কাছে । ঐ ঘটনায় একই হাসপাতাল দালানের নিচে তিনজন সহ একটি শিশু নিহত হয়েছে ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



