
দ্য মার্কসম্যান
বিশ্বের ভয়ঙ্কর এক স্নাইপার ।বয়স মোটে তার চল্লিশ। আর্ন্তজাতিক মহলে যিনি পরিচিত ‘ওয়ালি’ নামে।
জন্ম কানাডায়। তিনি রয়্যাল কানাডিয়ান ২২ রেজিমেন্টের সদস্য। দুই মাইল দূর থেকে নিশানা তাক করে অব্যর্থ গুলি ছুড়তে দক্ষ সে। এটি সবচেয়ে দূর থেকে চালানো স্নাইপার গুলি হিসেবে বিশ্ব রেকর্ডও গড়েছে।
এমনকি এক দিনে একাই শত্রুপক্ষের ৪০ সদস্যকে স্নাইপারের গুলিতে খতম করেছিলেন ওয়ালি।আফগানিস্তানে ২০০৯-২০১১ সালের মধ্যে, একটি কানাডিয়ান ইউনিটে যুক্ত ছিল ওয়ালী । 2015 সালে, তিনি ইরাকে এসেছিলেন "আইএসআইএস" এর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তারপর তিনি সিরিয়া যান এবং কুর্দিদের সাথে আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধ করেন। ওয়ালী ঠিক কখন ইউক্রেন পৌঁছেছেন তা জানা যায়নি কিন্তু চারজন রাশান জেনারেল খতম হবার পর বিজ্ঞজনেরা ধারনা করছেন এ কাজ ওয়ালীর । ওয়ালী একই সাথে আরও অনেক স্নাইপার শুটার ট্রেনিং দিয়ে তৈরি করছেন ।
একমাত্র সন্তান আর স্ত্রীকে কানাডায় রেখে চুপিসারে ইউক্রেন পৌঁছে কাজ শুরু করেছেন । পত্রিকাগুলো বলছে ইতিমধ্যে প্রায় ২ লাখ দুর্ধর্ষ যোদ্ধা ইউক্রেন পৌঁছেছেন ।

সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২২ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



