
গোটবায়া প্রথম অ্যাটেমপটে প্রত্যাখান হল কলম্বো ইমিগ্রেশনে । আবার গোপন আস্তানায় । এবার অ্যাজ কারেন্ট প্রেসিডেন্ট হিসাবে একটি সামরিক বিমানে মালদিভ গেলেন । সেখানেও বিড়ম্বনা । অতঃপর সৌদি এয়ার তাকে সিঙ্গাপুর নিয়ে গেল । পাঠক একজন প্রেসিডেন্ট কি ধরনের প্রটোকল পান তার একজন সাক্ষী আমি । প্লেনে বসেই প্রিন্সের আহবানে ফিরতি ফ্লাইটে জেদ্দা । এর পরের খবর জানিনা । গোটাবায়া এখনো রাষ্ট্রের প্রেসিডেন্ট । সহসাই পদত্যাগ করবেন । নতুন প্রেসিডেন্ট পদে একজন প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে । রিটায়ার্ড ফিল্ড মার্শাল শরৎ ফন্সেকা এগিয়ে এসেছেন প্রেসিডেন্টের পদের জন্য । কিন্তু তিনিও জেল খাটা আসামি মিলিটারি ইকুইপমেনট কেনাতে কারচুপি করার জন্যে । শ্রীলঙ্কা এখন উত্তাল । ৫ দিন লাইনে দাড়িয়ে ৫ লিটার তেল মিলেছে । রান্নার গ্যাস নেই , চুলা জ্বলছে না , কি সাঙ্ঘাতিক অবস্থা ।
আমার মেয়ের ভাষায় এক অসাধারন প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দেশ শ্রীলঙ্কা । ওর মার্কেটিং কাজ শেষ হলে এক দিন ঘুরবে যে কোন রিসোর্টে । আমার অনেক লঙ্কান সহপাঠী ছিল চীনে ।
আমি তাকিয়ে ২০ তারিখের দিকে । সেন রাজাদের যুবরাজ নৌকা সাজিয়ে বন্ধুদের নিয়ে লঙ্কা গিয়ে স্থায়ী হয়ে ছিলেন । আমাদের সাথে একটা সম্পর্ক রয়েই গেছে ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




