
কমোডে বসে আরাম নিচ্ছিলাম । হটাৎ কমোড ঝাকুনি খেতে লাগলো , ঘাবড়াইনি তবে সাথে সাথে ভাবলাম দৌড় কি দিতে হবে ? বাসায় আমি একা , মেয়ে অফিসে গেল মাত্র , মেয়ের কল , ও রিকশায় ছিল টের পায়নি , কলিগরা বলেছে তীব্র ঝাকুনি , আমিও বলি আসলেই তীব্র ছিল তবে সময় সংক্ষিপ্ত । ৫-৬ মাত্রা হবে ।
আপডেট -রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
আপনারা কে কে দৌড় দিয়েছেন বলেন এবার ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



