শুধু একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এটি আইন করে রোধ করাই কি শুধু সংস্কার? এ প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু জাতীয় নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে। তবে সেটিই কি শুধু সংস্কার? বাজারব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা কি সংস্কার নয়? একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, এটিও সংস্কার।
নানারকম উপদেশে দেশ সয়লাব ইদানিং । ১৪০০ বছরের পুরাতন শাসন ব্যাবস্থা পরীক্ষার উপদেশ জামাতের ।
কোন কংক্রিট ব্যাবস্থার উপদেশ নয় বা এই কুতুবগন আগে কোন শাসন ব্যাবস্থায় সম্পৃক্ত ছিলেন কিনা তারও বয়ান নেই । আমি অদুর ভবিষ্যৎ খুব উজ্জ্বল কিছু দেখছি না , বিপদ সামনেই । মিয়ান্মারের গনস্রোত ঠেকাবে কি করে তার ছিটে ফোঁটা নেই আলাপে ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭