আচ্ছা, নির্বাচনী প্রচারণার প্রথম দিকে দেখা গেল আমরা অনেকেই বলেছিল যে তারা না ভুট দিবো।
কিন্তু একটি অখ্যাত জরিপে জানা গেছে ব্যালট বাক্সে না ভুট পড়ার পরিমাণ হল ১ হাজারে ১ জন।
এদিকে এই মাত্র খবরে বলা হয়েছে খুলনার একটি কেন্দ্রে মোট ভোট কাস্ট করা ভোটের পারিমাণ ছিল আর সেখানে না ভোট" পড়েছে মাত্র ২ টি।
তো আমার মনে যারা না ভুটের জন্য চিল্লা চিল্লি করেছে তাদের সকল প্রচেষ্ট ব্যর্থ হয়েছে। আমরা ভোটার আসলে মানুষ না। আমাদের এখনো জ্ঞান বুদ্ধি হয় নি।
যদি হত তাহলে এই সব দুর্নীতিবাজ, রাজাকার, ও স্বৈরাচারীদের সাথে জোট করা দল গুলোকে আবার ভুট দিয়ে আমাদের শাসক বানানোর চেণ্টা করতাম না।
ফকু চাচার দীর্ঘ দিনের প্রকল্প দুর্নীতিবাজদের না বলার প্রকল্প আর বাস্তবায়ন হল না।
শুনেন শুধু পড়লেই হবে মন্তব্য দিতে অইবো কিন্তু
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




