
বিবেক নিবে? বিবেক।
হরেক রকম বিবেক আছে--- যদি চান-
নিতে পারেন একটি।
বিবেকহীনদের এই দেশে আসবে বহু কাজে।
কালো বিবেক নিলে তুমি-- ধনী হওয়া শিওর
নোংরা বিবেক নিলে তুমি-- ক্ষমতা পাওয়া শিওর
ধোঁকা বিবেক নিলে তুমি-- মিথ্যার রাজা শিওর।
----"লজ্জিত বিবেক?
এটাতো নাই ভাই। ফুরিয়ে গেছে বহু বছর আগে।
বিবেক বাজারে খুঁজেও তাঁরে-
পাইনা এখন দেখা।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




