একটা ডান হাতের তর্জনী, আর একটা শরীরের পারফিউম রোজ খুঁজি
সেই কবেকার ফাল্গুুনে কোন কুমারীর পরশে যেন পেয়েছিলাম।
তার নিটোল শরীরের গেও পোশাকে তাকে অনেক ভেবেছি,
আজ ও বসন্তে তার কথা মনে হলে শাহবাগ-রমনা উদ্যানে তাকে অনুসন্ধান করি।
শেষবার রামের বোতল সমেত পৌছে গেছিলাম ওর গায়েঁর সেই আঙনায়,
শুধু হয়নি কথা, জড়িয়ে ধরেনি নিতম্ব আগের মতন করে,
তার সেই স্তন জোড়ার পরশে আমি মোটেও ক্লান্ত হইনি
শুধু দেড়শ' গজ দুর হতে ওর সমাধি স্থান দর্শন শেষে প্রত্যাগত হই শহরে।
আজও প্রতিক্ষণ, প্রতিদিনই তার মুখচ্ছবি যেন বিলবো্র্ডে হঠাত হঠাত দেখি
আবার নিমিষেই হারিয়ে যায় এক দমকা বাতাসের মতন।
অনেক কবি বিদগ্ধজন বলেছেন--
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ ভূলতে না পারা।।
০৭-০৪-১৯৯৭
অানন্দ স্মরনী, কচুখেত
ঢাকা ক্যান্ট
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


