শাহনাজ সুলতানা
আপনার সাথে কবিতার পোর্ষ্টমোটেম ছাড়া অন্য কোন কথাবার্তা হয়নি কখনো। সুযোগ হয়নি বলবো না, অনেকগুলো না হলেও দু একবার সে সুযোগ হয়েছিলো। অদৃশ্য কারণ গুটিয়ে রেখেছিলাম নিজেকে, তাইতো আজও অজানা রয়ে গেল হাড়ের বেদনা…।
ইদানিং খু্ব ইচ্ছে হয় আপনার সাথে দু'চারটি কথা বলি। জিজ্ঞেস করি এতো এতো বিষাদ আর কষ্টের তীব্রতা বুকে নিয়ে —কেমন আছেন? মুঠোফোনে রিং হয় অনবরত…শুধু ওপর প্রান্ত থেকে ফোন তুলে কেউ বলে না “হ্যালো, কে বলছেন? এতোদিন পর কি ভেবে আমায় স্মরণ করলেন কবি? আপনার কবিতায় জয় নগরী ঢোলের কথা পড়েছি , আচ্ছা! সে ঢোলের মোহাচ্ছন্ন করার তীব্রতা এবং ক্ষমতা কেমন, আমার যে ইদানিং খুব ইচ্ছে করে কোন এক পূর্ণিমার রাতে সে ঢোলটা বাজাতে …
আহা! এক জনমে মনের সব ইচ্ছে পূর্ণতা হয়না, অপূর্ণতা থেকে যায়। কিছু ক্যানভাস রঙহীন ধূসর….মলাটবন্দি বইয়ের অদেখা কবিতার ভাঁজ স্পর্শ করতে ভয় হয়….যদি কোন বিরহী বাঁশির টানে জেগে উঠে কৈ-মাছের প্রাণ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




