
যুদ্ধ মানেই সাধারণ মানুষের প্রাণহানি। সেটা ফিলিস্তিনে হোক কি সিরিয়া বা ইউক্রেনে। যারা ভালো লোক, তাঁরা কখনই সাধারণ মানুষের প্রাণহানি চাইবেন না। রাশিয়ার ইউক্রেন হামলায় অনেকেই বলছেন যে, আমাদের নিশ্চুপ থাকতে হবে বা রাশিয়ার পক্ষ অবলম্বন করতে হবে। কারণ, পশ্চিমারা যে মুসলমানদের বিপদে পক্ষ অবলম্বন করেননি, বরং, নিশ্চুপ থেকেছেন, সেই কারণেই তাদের বিপদে আমরাও নিশ্চুপ থাকবো। কথাটা কতটা ভুল তা যদি তাঁরা জানতেন!
পশ্চিমা দেশের মানুষেরা স্বাধীনচেতা। এই স্বাধীনচেতা মানুষেরা স্বাধীনতার পক্ষে লড়াই করা মানুষদের পছন্দ করবেন না, এটা মাথায় আনাই কম বুদ্ধির পরিচয়। এই ছবিগুলোই প্রমাণ করে, পশ্চিমা সাধারণ মানুষেরা অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, সেটা ইসরাইল করুক কি আমেরিকা।

[আয়ারল্যান্ডে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ]

[হল্যান্ডে ইসরায়েলের বিপক্ষে পতিবাদ]

[খোদ আমেরিকাতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ]
হ্যাঁ, এটা ঠিক যে, পশ্চিমা দেশগুলোর অনেক সরকার মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু, তাই বলে, সেই দেশগুলোর জনগণকে দোষ দিলে চলবে কি? অন্যায় তো অন্যায়ই! সেটা মুসলমানদের বিরুদ্ধে হোক কি পশ্চিমাদের, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে!
ছবিঃ নেট থেকে তোলা
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



