
আমি রাজনৈতিক দল ছাড়ার পরে তাবলীগ জামাতের সাথে থাকার চেষ্টা করেছি। কিন্তু, শেষ পর্যন্ত তাদের সাথে মতানৈক্য ঘটলো। তালীম ও তাবলীগের মাঝে পার্থক্য জানার পরে এবং ৪০ দিন চিল্লায় থাকার ব্যাপারটা আমি ঠিক সমর্থন করে উঠতে পারলাম না।
তালীম ও তাবলীগের মাঝে পার্থক্য--------<
এখনকার তাবলীগ জামাত দলটি ইসলামের দাওয়াত মুসলমানদের কাছে পৌঁছায় দেয়। এই কাজকে তারা 'তাবলীগ' নামে ডাকে। অথচ, নেক পথের অনুসারী আলেমরা বলেন- দ্বীনের দাওয়াত অমুসলমানদের নিকট পৌঁছায় দেওয়াকে 'তাবলীগ' বলে। আর, এক মুসলমান ভাইকে আরেক মুসলমান ভাই ইসলামের হুকুম আহকাম মানার দাওয়াত দিলে, তাকে 'তালিম' বলে, 'তাবলীগ' নয়।
.
অথচ, তাবলীগ জামাত দলের কিছু বেপথে চলা মানুষ, ইসলামের দাওয়াত যখন মুসলমান ভাইদের নিকট পৌঁছে দেন, সেই কাজকে 'তাবলীগ' নামে অভিহিত করেন। এর কারণ জানতে মন চায়।
.
৪০ দিন চিল্লা কতটুকু ইসলাম সম্মত?----------<
তাবলীগ জামাত দলের একটি নিয়ম হচ্ছে- ৪০ দিনের জন্যে চিল্লায় যাওয়া। এই চিল্লায় যাওয়ার ব্যাপারটা আমি বুঝি না। পবিত্র কুরআন, সুন্নাহ বা ইজমায় এই চিল্লার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আসলে, ৪০ দিন চিল্লার ব্যাপারটা চিশতিয়া তরিকায় আছে। তাবলীগী দলটির মুরুব্বীরা এই নামটা নিজেদের কালচারে নিয়ে এসেছেন। অথচ, এই চিল্লায় যাওয়ার নামে যা করছেন তা চিশতিয়া তরিকার বিপরীত।
চিশতিয়া তরিকার মাশায়েখরা চিল্লা দিতেন পাহাড়ে আর জঙ্গলে। আর, এখন চিল্লা দেওয়া হোয় মসজিদে। চিশতিয়া তরিকায় নির্জন অবস্থায় চিল্লা দেওয়া হোয়, আর, তাবলীগ দলটি গেদারিং করে চিল্লা দেয়। এই পার্থক্যের কারণ কি?
একটা ওয়াজ শুনতে শুনতে মনে আবারো প্রশ্ন জাগলো। এখানে কেউ তাবলীগ জামাতের থেকে থাকলে নো হার্ড ফিলিংস প্লিজ।
ইদ মোবারক।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২২ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




