
শুরুতেই কিছু প্রশ্ন করছি, একটু চিন্তা করে দেখুন। আপনার আশেপাশের এলাকার দোকানগুলো কি একে একে বন্ধ হয়ে যাচ্ছে, নাকি আপনি দিনকে দিন আপনার এলাকায় নতুন নতুন শপিং মল হওয়া দেখতে পারছেন? কোন ইদে কি আপনি নতুন কাপড় ছাড়া থেকেছেন? আপনি এবং আপনার আত্মীয়-স্বজন কি আগের চেয়ে বেশি বাসা-বাড়ি কিনছেন বা ভাড়া নিচ্ছেন নাকি তা কমিয়ে দিয়েছেন? নদী-নালা ভরাট হয়ে কি আগের চেয়ে বেশি বাসা-বাড়ি বেশি হচ্ছে? আপনার চেয়ে আপনার সন্তানদের ব্যবসায়ী হবার দিকে ঝোঁক বেশি না কম? পদ্মা সেতু বা অন্যান্য ব্রিজ হবার পরে কি বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? মোটর সাইকেল কি আগের চেয়ে বেশি না কম? মানুষ কি রাস্তায় আগের চেয়ে বেশি বেশি মাছ আর তরী-তরকারী পাচ্ছে কি পাচ্ছে না?
বাংলাদেশের অর্থনীতিতে সেবা বা সার্ভিস সেক্টর জোরালো ভূমিকা রাখছে তা অনেক দিন হয়ে গেলো। ২০২১ সালে আমাদের দেশের জিডিপিতে এই সেক্টরের অবদান ছিলো ৫২%। এই সার্ভিস সেক্টরের মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাইকারি খুচরা ব্যবসা এবং বাণিজ্য; পরিবহন, স্টোরেজ, যোগাযোগ এবং রিয়েল এস্টেট, ভাড়া এবং ব্যবসায়িক কার্যক্রম। এছাড়া উৎপাদন এবং নির্মাণ শিল্পের অবদান ৩৪%। আর, বাকি ১৪% আসে কৃষি এবং বনায়ন ও মাছ ধরা থেকে। তাই, বোঝা যাচ্ছে, বাংলাদেশের সার্ভিস বা সেবা সেক্টরে ধস নামা মানে বাংলাদেশের শ্রীলঙ্কার পরিণতির দিকে এগিয়ে যাওয়া।
এবারে সেক্টর ভিত্তিক প্রবৃদ্ধি কতটুকু হলো এবং ভবিষ্যতে কতটুকু হবার সম্ভাবনা আছে তা নিয়ে একটু আলোচনা করছি। বাংলাদেশ ব্যাংকের সূত্র মতে, ২০২০ সালে বাংলাদেশের সার্ভিস সেক্টরের প্রবৃদ্ধি যেখানে ৩.৪৫ ভাগ ছিলো, সেখানে ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৬.৯৪ ভাগ! করোনা পরিস্থিতি সামলে বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে।
তাই, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি দেখা দিবে, তা নিকট ভবিষ্যতে নাও হতে পারে। এমন ভয় যারা দেখাচ্ছেন, তারা ভুল করছেন বলেই আমার মনে হোয়।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




