কিছু মানুষ আছেন, যারা ভুয়া তথ্য ছড়াতে উস্তাদ। আবার, কিছু মানুষ আছেন যারা এইসব ভুয়া মানুষদের ভুয়া তথ্যের ভিড়ে নিজেদের গা ভাসাতে পছন্দ করেন। এই যেমন - বাজারে একটি তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যে- 'সামু বন্ধ হয়ে যাচ্ছে'! আমার মনে হয়, এইসব বোকাদের ভুয়া তথ্যে গা না ভাসিয়ে আমাদের কিছু জিনিস চিন্তা করা উচিত-
১) সামু পৃথিবীর সবচেয়ে বড় বাংলা ব্লগসাইটঃ
সামু বাংলার গর্ব। দুই বাংলার সবচেয়ে বড় ব্লগসাইট সামু এমন একটি প্ল্যাটফর্ম যাতে কখনোই ২৪ ঘণ্টার বেশি সময় লেখা পোস্টানো বন্ধ থাকেনি। কোন না কোন সময়, কেউ না কেউ গত ১৪ বছর ধরে সামুতে পোস্ট করে গিয়েছেন।
২) সরকারের প্রশাসনের নিষেধাজ্ঞার সময়েও সামু বেঁচে ছিলোঃ
সামুকে বিভিন্ন সরকারের সময়ে প্রশাসনের চোখ রাঙ্গানি সহ্য করতে হয়েছে। আর, প্রশাসনের ভালো মানুষেরা অন্য দিক দিয়ে সামুকে টিকিয়ে রাখতে সংগ্রাম করে গিয়েছেন। এজন্যেই, সামু এখনো টিকে আছে, এবং টিকে থাকবে।
৩) বাংলাদেশের বড় বড় সামাজিক আন্দোলনে নেতৃত্বদানকারীরা সামু প্লাটফর্মকে ব্যবহার করেছেনঃ
ঘাতক দালালদের দোসরদের বিরুদ্ধে যেসব আন্দোলন হয়েছে, তাতে নেতৃত্বদানকারীরা সামুর জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভালোর পথে, আলোর দিকে এগিয়ে গিয়েছেন। সামু তাঁদের হৃদ মাজারে চির দিন থাকবে। তাঁরা শুধু একটি সময়ের অপেক্ষায়।
৪) বাংলাদেশের প্রথিতযশা অনেক বড় বড় লেখক-সাংবাদিকদের হৃদয়ের মাঝে সামু বেঁচে আছেঃ
আমি অনেকের সাথে এই নিয়ে কথা বলেছি। ব্যস্তাতার জন্যে হয়তো এসব মানুষ সামুতে সময়ে দিতে পারেন না, কিন্তু, যারা লিখতে জানেন, তাঁরা সব সময়ই সামু'র কথা মনে রাখেন।
৫) সামু বাংলার উইকিপিডিয়াঃ
গুগল সার্চ ইঞ্জিনে এমন কোন টপিক আপনি পাবেন না, যা সামুতে নেই। আপনি ঠিক ভাবে খুঁজলে সামুর কোন না লেখা গুগলে ফুটে উঠবেই! এক হিসেবে দেখা গিয়েছে, সামুতে লেখার সমখ্যা লক্ষাধিক।
আরো অনেক কিছু লিখতে পারতাম উপরের লিস্টে, বাকিটুকু আপনাদের জন্যে রেখে দিলাম। সময়ে সময়ে আপডেট করবো।