মুরুব্বী, আপনি ইসলাম ফলো করেন বলে মনে করেন, ভালো কথা। কিন্তু, আপনার ইসলামের অনুসারীরাই মাওলানা রুমী'র গুরু শামস তাবরীজী (রহঃ) এবং মনসুর হাল্লাজ (রহঃ)-কে খুন করেছিলো, আমাদের পূর্বসূরী ইমামদেরকে অত্যাচার করেছিলো, সাহাবীদের উপরে হামলা করেছিলো। এখনো তারা একই কাজ করে যাচ্ছে।
ইতিহাস সাক্ষী, আপনার ইসলামের অনুসারীরা যুগের পর যুগ যে হত্যাযজ্ঞ চালিয়ে গিয়েছে এবং আমি যে ইসলামের অনুসরণ করি সেই ইসলামের অনুসারীদের উপরে অত্যাচার করে গিয়েছে, সেটা আমি মেনে নিতে পারি না। আপনার মতো তথাকথিত ইসলামের ধ্বজাধারীরাই অপর মতাদর্শের মসজিদে বোমা মারেন, চার্চ-মন্দিরে হামলা করেন, মানুষদের হত্যা করেন।
তাই, আপনি যে ইসলাম ফলো করেন, আমি সেই ইসলাম অনুসরণ করি না। আপনি যে বেহেশতের লোভ করেন আর দোযখের ভোয় করেন, আমি সেগুলোর তোয়াক্কা করি না। কারণ?
কারণ, আমি জানি- 'আনাল হক্ক', আমিই একমাত্র সত্য!
ছবি সূত্র Travel Diary
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩০