সামরিক উর্দি পড়া একজন ভূতপূর্ব শাসকের নাতিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়ে পাকিস্তানের মানুষকে চাঙ্গা করার ইমরান খানের চেষ্টাটা লক্ষণীয় এবং বাংলাদেশের মানুষেরা যারা ইমরান খানকে সমর্থন করছিলো, তাদের জন্যে খুবই হতাশার। এখানে উল্লেখ্য যে, আইয়ুব খান ছিলেন ঔপনিবেশিক মানসিকতা সম্পন্ন একজন মানুষ। বাঙ্গালীদের সম্পর্কে তার খুব নিচু মনোভাব ছিলো।
ভারতবর্ষ থেকে স্বাধীন হওয়া ভূতপূর্ব পাকিস্তানের সামরিক শাসকেরা তৎকালীন পূর্ব পাকিস্তানকে তাদের উপনিবেশ মনে করতো। এর প্রতিফলন ঘটে তাদের জেনারেল এবং শাসকদের আমাদের ভূমি এবং পূর্বপুরুষদের সম্পর্কে অস্বাভাবিক রকমের বর্ণ বিদ্বেষ ও কুৎসা ছড়ানোর মাধ্যমে
আইয়ুব খান একবার বাঙ্গালীদের সম্পর্কে বলেছিলেন - এরা হচ্ছে নিচু মনের মানুষ, মানসিক ভাবেই স্বাধীনতাকে ভোগ করার উপযুক্ত নয়। এর পরাজিত জাতি, আর এদের উপর প্রভুত্ব করার জন্যেই পশ্চিম পাকিস্তানীরা এসেছে।
কার কাছে পরাজিত হয়েছিলো পূর্ব পাকিস্তানের বাঙ্গালীরা!!! পশ্চিম পাকিস্তানীদের কাছে? বাঙ্গালীদেরকে পশ্চিম পাকিস্তানীদের কাছে পরাজিত মনে করা সেই আইয়ুব খানের নাতিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন প্রদান ইমরান খানের বাঙ্গালীদের প্রতি তার গোপন বিদ্বেষই প্রমাণ করে।