মুখোমুখি আসো রে সবাই,
নাচো গাও, তালে তালে,
দুর্দান্ত এই রাতের মাঝে,
আনন্দে ভাসো, মেতে ওঠো ভালোবাসায়।
খুশির মুকাবেলায়, গান ধরো, নাচো সবাই,
এলো মেলো হাওয়ায়, নাচো গাও, চল যাই।
খুশির মুকাবেলায়, রাত জুড়ে হৈচৈ,
মেলো মেলো হাওয়ায়, সাথে নাচো, গাও হইচই।
আকাশের তারা, সব চেয়ে জ্বলে,
এই রাতের মাঝে, মেতে ওঠো খুশিতে।
হৃদয় নাচে, সুরের বন্যায়,
তোমার সাথে আমি, গাইবো প্রান খুলে।
খুশির মুকাবেলায়, গান ধরো, নাচো সবাই,
এলো মেলো হাওয়ায়, নাচো গাও, চল যাই।
খুশির মুকাবেলায়, রাত জুড়ে হৈচৈ,
মেলো মেলো হাওয়ায়, সাথে নাচো, গাও হইচই।
তোমার হাসি, মন মাতাল,
এই রাতের সুর, ভাসিয়ে নাও।
তোমার নাচে, ছন্দের ঝঙ্কার,
আমরা সবাই মিলে, মাতি মজা, চল।
খুশির মুকাবেলায়, গান ধরো, নাচো সবাই,
এলো মেলো হাওয়ায়, নাচো গাও, চল যাই।
খুশির মুকাবেলায়, রাত জুড়ে হৈচৈ,
এলো মেলো হাওয়ায়, সাথে নাচো, গাও হইচই।
খুশির মুকাবেলায়, নাচো গাও, তালে তালে,
এই রাতের মাঝে, আনন্দে ভাসো, মেতে ওঠো ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৪ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



