বাঙ্গালীরা গাছের আগায় উঠিয়ে মই টেনে নিতে ওস্তাদ। অন্যের টাকা মেরে দিতে অনেক বেশি পারঙ্গম। আর, কথা দিয়ে কথা না রাখতে সিদ্ধহস্ত। ঝগড়া-ঝাটি বাঙ্গালীর পছন্দ বেশ! ল্যাং মারায় বাঙ্গালীদের চেয়ে সিদ্ধহস্ত আর কেউ নাই!
আমার ১৭ বছরের চাকরী আর ব্যবসায়িক জীবনে এরকম কথা অনেক শুনেছি! কিন্তু, একজন বাঙ্গালী হিসেবে আমি নিজে এইসব দোষে দোষী। তাই, কাকে আর দোষ দিবো! এটা আমার নসিবে লেখা, খন্ডাই কেমনে! আমি যেমন নিজে মানুষের সাথে এরকম ব্যবহার করেছি, নিজেও এর স্বীকার হায়েছি হাজারবার!
তাই, বাঙ্গালীকে বিশ্বাস করতে খুব কষ্ট হ্য়। ঠিক তেমনি, আমি এমন ব্যবহার করি যাতে অন্য মানুষ আমাকে তেমনটা ভাবে। কিন্তু, আমি জানি, বাঙ্গালী একদিন ঘুরে দাঁড়াবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


