একটি দেশের কাছে আমরা যা চাচ্ছি, তা কি পাচ্ছি? দেশ যারা চালান তাঁদের কাছে আমাদের দেশের মানুষ খুব বেশি কিছু চান না। একটু যদি ডাল-ভাত খেতে পারি, পড়ার মতো যদি কিছু কাপড় দেওয়া হয়, পথ চলতে মাথা গুজার একটু ঠাই থাকে, অসুখে পড়লে যদি একটু পেরাসিটামল পাওয়ার ব্যাবস্থা হয়, সেই সাথে যদি স্বাভাবিক মৃত্যুর যদি একটু আশ্বাস মিলে, এইটুকুই তো চাওয়া!
পথচারী দুঃস্থ মানুষদের জন্যে লঙ্গরখানা করতে কত আর লাগে! কয়েকটা মুসাফিরখানা বানাতে বেশি ব্যয় হবার কথা না! কয়েকটা জায়গায় কয়েক বছরের জন্যে ফ্রি ফার্মেসী করলে আমাদের জাতীয় আয় থেকে খুব বেশি কি খরচ করা লাগবে? গার্মেন্টসগুলোর ফেলে দেওয়া কাপড় দিয়ে দরীদ্র জনগণের জন্যে কাপড় তৈরিতে খুব বেশী খরচ হবে?
উন্নত বিশ্বের মানুষ তো কত কিছুই না তাদের সরকারের কাছ থেকে পায়! সুন্দর-পরিষ্কার রাস্তা, খারাপ সময় কালে বেনিফিট, উন্নত বেতন ব্যাবস্থা, ব্যাবসার নিরপত্তা, বৃদ্ধাবস্থায় অনেক জিনিসের ফ্রি সংস্থান, আরও কত কি! আমরা কি সেগুলো চাচ্ছি? চাচ্ছি না।
এই অবস্থায় থেকেও আমাদের কেমন করে সুখে থাকতে বলেন! কেমন করে আমরা শান্ত থাকবো! রাস্তার পাশের অট্টালিকার নিভৃত কোন আঁশটে, দুর্গন্ধময় গলির ফুটপাথে শুয়ে থেকেও আমাদের কেন আনন্দে থাকতে বলা হয়!
আমাদের দেশের দরীদ্র জনগণ কত দিন জীবনের এমন ঘানি টেনে চলবেন! সহ্যেরও তো একটা শেষ সীমানা আছে!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



