জানা মতে, ঢাকায় প্রায় ৩০,০০০ CNG ভেহিকেল আছে। বাংলাদেশের CNG ড্রাইভারদের মাঝে যারা স্মার্টফোন বা রাইডিং এপ ব্যবহার করেন না, তাদের মাসিক আয় গড়ে ৪০-৫০ হাজার টাকা।
অন্যদিকে, যেসব ড্রাইভার ‘উবার’, 'পাঠাও' বা ’ও ভাই’-এর মতো কোম্পানীর সাথে যুক্ত, তাদের শুধু রাইডিং এপ থেকেই আয় ৬০-৭০ হাজার টাকা!
কিন্তু, যেসব ড্রাইভাররা মোবাইলফোন এপ ব্যবহার করেন না, তাদের সাথে কথা বলে জানা গিয়েছে – তারা মোবাইল এপ চালানো জানেন না বলেই রাইডিং কোম্পানীগুলোর সাথে যুক্ত হচ্ছেন না। আর, এর পিছনে আরেকটি মূল কারণ হচ্ছে – ইংরেজি জ্ঞান না থাকা।
সমাধানঃ-
শুধু CNG ড্রাইভারদের জন্যে একটি ‘অফ টাইম টেক স্কুল’ খোলা যায় যেখানে মোবাইল এপ চালনার সাথে সাথে চলার মতো ইংরেজি জ্ঞান শিক্ষা দেওয়া হবে।
পরিবর্তনঃ
যদি ১০,০০০ CNG ড্রাইভারকে এই স্কুলে ট্রেইনিং দেওয়া যায় আর যদি তাদের মাসিক আয় আগের চেয়ে ১০,০০০ করেও বাড়ানো যায়, তাহলে, মোট বছরে ৬০০ কোটি টাকা অতিরিক্ত এই খাত থেকে আমাদের অর্থনীতিতে যোগ হতে পারে।
স্কুলের আয়ঃ
প্রত্যেক CNG ড্রাইভার থেকে যদি ৫০০ টাকা করে ট্রেইনিং ফিস নেওয়া হয়, তাহলে, ১০ হাজার CNG ড্রাইভার থেকে শুধু ঢাকাতেই ৫০ লক্ষ টাকা আয় হতে পারে।
যারা এই প্রজেক্টে ফান্ডিং করতে পারেনঃ
১) মোবাইলফোন কোম্পানি
২) রাইডিং কোম্পানী
৩) ব্যাংকের সি,এস,আর ফান্ড
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




