আমি প্রায়ই অদ্ভুত সব আইডিয়া নিয়ে কাজ করি। কখনো নিজের জন্যে, আবার কখনোবা অন্যদের জন্যে। একজন আইডিয়াবাজ হিসেবে মনে করি, আইডিয়া খোদা থেকে আসে। যেহেতু, তা আমি ফ্রি-তে পাই, ফ্রি-তে বিলিয়ে দিতে আপত্তি নেই।

গত সপ্তাহে হঠাৎ সকালে ঘুম থেকে উঠে মনে হলো, আমার জমানো টাকা দিয়ে এরকম একটা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করলে কেমন হয়? আমি যদি 'একজন বাংলাদেশি হিসেবে সবচেয়ে কম সময়ে বেশি দেশ ঘোরার রেকর্ড' করতে পারি, তাহলে, বেশ হবে! ৮০ দিনে বিশ্বভ্রমণ বইটি ছোটকালে মনে বেশ আঁচড় কেটেছিল। তারই প্রভাব হবে, হয়তো!
এর আগে, প্লেনে করে মাত্র ২৯ ঘণ্টা ৫৫ মিনিট ৬ সেকেন্ডে পুরো বিশ্ব প্রদক্ষিণ করেছিলেন ডেনমার্কের Sander Vikaune Tomassen. আর, রোয়িং, কায়াকিং, হাইকিং আর সাইক্লিং করে পুরো বিশ্ব ভ্রমণ করেছিলেন Erden Eruç, তাঁর লেগেছিল ৫ বছর ১১ দিন ১২ ঘণ্টা ২২ মিনিট।
ব্যাপারটা বেশ সময় সাপেক্ষ, অনেক অর্থের প্রয়োজন। হিসাব করে দেখলাম, প্রায় ৩০ লক্ষ টাকা লেগে যাবে। জমানো টাকা দিয়ে এরকম একটি কাজ করে ফেলা উচিৎ হবে কি না তা নিয়ে অনেক গুরুজনের সাথে মত বিনিময় করে যাচ্ছি। সবাই আমাকে পাগল ঠাউরাচ্ছেন! ইতিমধ্যে, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের অফিশয়াল ওয়েবসাইটে একটা একাউন্ট করে ফেলেছি। আর, চ্যাট জিপিটি একটা প্ল্যান করে দিয়েছে।
সামু থেকে একজন সঙ্গী পেলে সাহস করে ফেলবো। কেউ যেতে হলে, তাঁর সাথে পুরো প্ল্যান শেয়ার করবো।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




