
জীবনের পথে চলি, হাঁসি দিয়ে বলি - "খারাপ যা পাই, ভালো'র গল্প বলি।" দুটি ভালো কাজ করি, যখন খারাপ আসে পাশে। হাঁসি ছড়িয়ে দেই, হৃদয় মঞ্চ মাঝে। যখন দেখি ভুলের পথে কেউ চলে, দুটি ভালো কাজ করি পথে খারাপকে ফেলে! হাঁসি আর দয়ায় গড়ে তুলি মন, আমরা সবাই মিলে গড়ে তুলি নতুন জীবন।
দাঁড়িপাল্লা হোক ভরপুর আলোয়, ভালোবাসার গল্পে দিন কাটুক সুখে। হাসির শব্দে, মুছে যাক আঁধার। জীবনের গান গাই, বাজুক শান্তির বার্তা। চোখে যদি দেখি দুঃখের ছায়া, ভালো কাজ করি ছেড়ে খারাপের কায়া। অন্ধকারে আলো জ্বালাই, ভালোবাসায় সবাই একত্রে সাজাই।
দাঁড়িপাল্লা ভারী হোক, ভালোর দিকে। জীবনের গল্প হোক, সবার কাছে মিষ্টি। হাসি দিয়ে শেষ করি প্রতি দিন, ভালো কাজে হোক আমাদের জীবন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৫ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




