হাসিনা আপা,
আপনার ব্যাংকের লকারে অনেক সোনা পাওয়া গিয়েছে বলে খবরে এসেছে। সেই সোনাগুলোর মাঝে সোনার হরিণ ও নৌকাও পাওয়া গিয়েছে। আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব সৌখিন মানুষ ছিলেন। আপনার স্বামী বাংলাদেশের একজন স্বনামধন্য পারমানবিক বিজ্ঞানী। তবে, তাঁদের কেউই কোন আরব ধনকুবের ছিলেন না। তারপরও, এতো এতো স্বর্ণ আপনার কাছে গেলো কি করে! ৮৩২ ভরি তো কম কথা নয়!
তাই প্রশ্ন রাখছি -
১) এই স্বর্ণের হরিণগুলো যারা দিয়েছিলেন, তাঁরা কি সেগুলো ব্যক্তিগত ভাবে আপনাকে দিয়েছিলেন? আপনাকে না দিয়ে থাকলে, আপনার লকারে সেগুলো পাওয়া গেলো কেমন করে? আর, যদি আপনাকেই ওগুলো দিয়ে থাকেন, দেশের এতো এতো দরীদ্র জনগোষ্ঠী থাকতে সেই স্বর্ণগুলো নিজের কাছে গচ্ছিত রাখা উচিৎ হয়েছিলো কি? আপনি কি সেগুলোর জাকাত নিয়মিত দিতেন কি?
২) ঐ স্বর্ণগুলো আপনি দলীয় নেত্রী হিসেবে গ্রহণ করেছিলেন কি? কারণ, দলের প্রতীক নৌকার স্বর্ণের যেসব উপহার পেয়েছিলেন, সেগুলো দলের একাউন্টে না গিয়ে আপনার কাছে গেলো কেন?
৩) আপনি রাষ্ট্রীয় সফরে যেসব স্বর্ণের উপহার পেয়েছিলেন, সেগুলো তো রাষ্ট্রের জনগণের হওয়ার কথা। তাই, রাষ্ট্রীয় কোষাগারে পাওয়া যাওয়ার কথা সেই স্বর্ণগুলোর। আপনার লকারে সেগুলো গেলো কেন?
আমার মাথায় এসব প্রশ্ন ঘুরছে। কোন উত্তর পাচ্ছি না। আরও প্রশ্ন হচ্ছে - আপনি সবার সামনে এই উপহারগুলো নিয়েছেন। কোন রাখঢাক না রেখেই। তাই, প্রশ্ন, শুধু আপনাকেই কেন দোষারোপ করা হচ্ছে?
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


