বেগম খালেদ জিয়ার মৃত্যুর পরে আমি বাংলাদেশের মানুষকে বলতে শুনেছি - খোদা যাকে সম্মানিত করতে চান, কোন মানুষ তাঁকে অসম্মান করতে পারে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার জানাজায় এতো মানুষের সমাগম হতে দিতেন না বলেই বাংলার জনগণ মনে করেন।
বাংলাদেশের বর্তমান তরুণ জেনারেশন গত ১৭ বছরে অনেক ডেভেলপ করেছে। তাদেরকে আন্ডারএস্টিমেট করে, তাদের উপর গুলি ছোড়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা ভালো কাজ করেন নাই।
শেখ হাসিনার প্রশাসন অনেক খারাপ কাজ করেছে। তাদের অনেক ভুল সিদ্ধান্তের একটা ছিলো - ভুল জায়গায় ভুল মানুষ বসানো। আমাদের ভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগে এমন একজনকে চেয়ারম্যান করা হয়, যিনি আমাদের সময়ে ক্লাস নিতেন না। শিক্ষার্থীরা এটা ভালো চোখে দেখে নাই।
শেখ হাসিনার প্রশাসনের আরও ভুল হচ্ছে - যারা দুর্নীতি করতো তাদের প্রসর দেওয়া হতো। আমি নিজে এর সাক্ষী। আমার কাছে সরকারী একটি ২০ কোটি টাকার প্রজেক্টের জন্যে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিলো।
শেখ হাসিনার সময়ে, পুলিশ মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করতো। আমার চোখের সামনে সিলেটের কোর্ট পয়েন্টে শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলি চালানো হয়।
এগুলো মিথ্যা নয়। শেখ হাসিনাকে এসবের জন্যে দায় স্বীকার করতে হবে। নাহলে, দেশে শান্তি আসবে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৬ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



