অনিন্দ্র অকপট অঝড়ে অমর, অথৈই
নিদ্রায় নিয়তি নিঝুম নিন্দায় নি:স্তব্দ,
তুমি তুলির তুলনায় তুচ্ছার্থ তুফান।
মিলন মিলিবার মিশ্র মিথ্যা, মিটাবো
আমার আনন্দ আজি; আজীবন আলোতে।
মালা মালতির মাধুর্য মাখা মালিকাকে,
রথে রহমতে রবি রইল রজনীতেও।
ভালবাসার ভাষাতে ভাবিনি ভাল ভাবে
ললসার ললাট ললনাকে লজ্জায় লয়ে,
বাহবা বালকের বাঁধা; বাসনাকে বাজি
সাহসের সাফল্য সাজানো সাথি সাতাঁসমানী।
পলাশ; পথিকের পথ পর্যন্ত পরিতুষ্ট।
লাভ লাজে লাল লাশের লালনে।
শশিকর শত শরীরের শখ শঙ্খিনি।
-----------------------------
খালেদুর রহমান শাকিল
১০/১০/২০০২; ৯:৪৫ এএম
খিলগাঁও ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





