জতি আরও একবার হোঁচট খেল গত ২৫শে ফেব্রুয়ারী ২০০৯ স্বাধীনতার দীর্ঘ ৩৮ বছর পর। যার সূত্রপাত হয়েছিল ১৯৫২'র ২১শে ফেব্রুয়ারী ১৯৭১ এর ২৫শে মার্চ থেকে দীর্ঘ ৯ টি মাস ১৯৭৫ এর ১৫ই আগস্ট আর গত ২০০৯।
শুধু হত্যা নয় গন হত্যা নির্মম মৃত্যু খেলা। এ পরাজয় কার ???
এ পরাজয় --এ জাতির উদ্ধারের কাজটি যারা হতে নিয়েছিল ১৯৪৮,১৯৫০ শে দাসপ্রথা বিলপসাধন, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের জম্ন (১৯৬২) দিয়ে মুক্তি বাহিনী গঠন এবং এক প্রতিবাদী সংগ্রামের মধ্যে দিয়ে জাতির পিতার সাথে হাতে হাত দিয়ে ১৯৬৯-১৯৭০ এ বাহিনীকে মুজিব বাহিনীতে রুপান্তরিত করে মুক্তি যুদ্ধ করে যে জাতিকে নতুন ভাবে জম্ন দিয়েছিল-- সেই নতুন জাতির সন্তানরাই আজ পরাজিত।। ৭১ এর রাজাকার-আলবদর রা যেভাবে হত্যা লুন্ঠন করেছিল সেই সময়ে আজ দীর্ঘ ৩৪ বছর পর মনে পড়ল ঢাকার পিলখানায় হত্যা, লুন্ঠন আর গনকবর স্বচোখে দেখার পর।
এ দিনটি এনে দিয়েছে একটি শিশুর, একটি সন্তানের, একজন স্ত্রীর, একজন মা-বাবা-ভাই-বোন-আত্নীয় স্বজনের সারা জীবনের অন্ধকারময় জীবন।
আমরা কি পারিনা এদিনটি আমাদের সারা জীবনের জন্য জাতীয় শোক দিবস হিসাবে পলন ও সরকারী ছুটি ঘোষনা করতে।
শুধু পিলখানা হত্যা দিবস হিসাবেই নয় জাতীয় শোক দিবস হিসাবে প্রাপ্য সেই পরিবার গুলোর শুধুমাএ সান্তনা।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





