১০০টি পুরুষ মৌমাছি মরে যাবে জেনেও একটি মৌচাকের নারী মৌমাছির সাথে একই অবস্থায় যৌন মিলনে আবদ্ধ হয়;
একটি পুরুষ বিচ্ছুকে নারী বিচ্ছুটি মিলনের পরে খেয়ে ফেলবে জেনেও পুরুষ বিচ্ছুটি নারী বিচ্ছুর সাথে যৌন মিলনে আবদ্ধ হয়;
একটি নারী মাছ তাড়া খাবে জেনেও একটি পুরুষ মাছ ঝিকঝাক নাচের বহু ভঙ্গিমায় নারী মাছটির দৃষ্টি আকর্ষণ করিয়ে পুরুষ মাছটির নিজস্ব বসবাসের স্থানে নিয়ে যৌন মিলনে আবদ্ধ করে, ফলে নারী মাছটি ডিম দেয় এবং তাৎক্ষণিক পুরুষ মাছটি নারী মাছটিকে তাড়িয়ে দিয়ে সে ডিমের উপর শুক্রাণু ছেড়ে দেয়। এভাবে পর্যায়ক্রমে তিনটি নারী মাছের সাথে পুরুষ মাছটির এমন আচরণে সে ডিম থেকে বাচ্চা ফুটে।
একজন মা জানে সন্তান জন্মদানের সময় তিনি মরেও যেতে পারেন, সন্তান জন্মের পর তাহাকে প্রচুর কষ্ট করতে হবে এবং সন্তান পেটে থাকা অবস্থায়ও প্রচুর কষ্ট পেতে হবে, তাও মা সন্তানকে গর্ভে ধারণ করতে দ্বিধা করে না।
উপরের সকল ঘটনাগুলো ঘটে থাকে সন্তান জন্মদানের জন্যই। সন্তানের জন্য সকল প্রজাতির প্রানীর মধ্যে বাবা মা প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে জেনেও সন্তানকে পৃথিবীর আলো দেখানো থেকে বঞ্চিত করতে চায় না।
মানুষ উন্নত জাতি মানুষের বিবেকবুদ্ধি অন্যান্য সকল প্রানী থেকে তীব্র কিন্তু, হায়! আমরাই আজ বাবা-মা এর এতো কষ্টের ত্যাগ স্বীকারকে বুঝি না। আল্লাহ্ সকল সন্তানকে হেদায়েত দান করুণ, আমিন।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


