যুবলীগ নেতা ইব্রাহিম হত্যা মামলায় এমপি শাওনের পক্ষে আবারও সাফাই গাইলেন ডিএমপি প্রধান।এর আগে কোন সংস্থার প্রধান এমন পা চাঠা দালালি করেছে কিনা জানিনা।
তদন্ত কাজ শেষ হওয়ার আগেই
ইব্রাহীম হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, "ইব্রাহীম হত্যাকাণ্ডে শাওনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডে তার যে কোনো সম্পৃক্ততা মেলেনি তা আমি বহুবার বলেছি। তাছাড়া গাড়ির রক্ত, অস্ত্র দিয়ে গুলি হয়েছে কিনা তা পরীক্ষাসহ সংশ্লিষ্ট সব বিষয়ের প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে যে, শাওন ওই ঘটনার সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়।
কতবড় চামচা দেখেন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সময় অস্ত্র বহন নিষিদ্ধ, একই ভাবে সংসদ ভবনে যাওয়ার সময়ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে অনেকে নিবন্ধিত অস্ত্র গাড়িতেই রেখে যান। এসময় কেউ এই অস্ত্র নিয়ে অপরাধ করলে তার দায়িত্ব অস্ত্রের লাইসেন্সধারী নেবে কেন?
দেশের আইনমন্ত্রী বলেছেন শাওনের লাইসেন্স করা অস্ত্র দিয়া হত্যার দায় শাওন এড়াতে পারেনা সেখানে একটি সংস্থার প্রধানের এমন বক্তব্য!!!!!
আরেকটা আবালীয় যুক্তি দেখেন
ইব্রাহিমের স্ত্রীর অভিযোগ নাকচ করে তিনি বলেন, পুলিশের প্রতি ইব্রাহীমের স্ত্রীর কোনো আস্থা নেই। তা ছাড়া ইব্রাহীমের ভাই-বাবা তো এমন অভিযোগ করেনি।
উল্ল্যেখ্য যুবলীগ নেতা শাওন মালিবাগ হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি। তবে স�প্রতি তিনি সরকারের সুপারিশে অব্যাহতি পান সে মামলা থেকে।
বোল্ড করা অংশ বিডি নিউজ২৪ থেকে
আচ্ছা তৈলুর রহমানের কি আত্মীয় টাত্মীয় লাগে নাকি ডিএমপি প্রধান?রাষ্ট্রপতির পদ পেয়ে তৈলুর রহমান বলেছিলেন আমার নেত্রী জীবনে কখনো কোনদিন মিথ্যা বলেনি
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




