ও শুধুই চোর-ডাকাত-অবৈধ অনুপ্রবেশকারী দেখেনা !
লুকিয়ে লুকিয়ে দেখে এ-ও বাড়ী; বাড়ীর আশপাশ,
সিড়িতে উঠানামা- চলাচলকারী রাস্তার সবাইকে।
সবার সবকিছু দেখে;
বেহায়া তস্করের মতো !
মানষের মুখ-হাত-শরীর-কাপড়;
মানুষের দেহ-রং-দেহের ভাজেও
ওর দৃষ্টি বাধাহীন;
দেখে রাগ-অনুরাগ-অপরাধ-বিবাদ-দূর্ঘটনা-মৃত্যূ।
দেখে বাজার-কেনাকাটা-খাদ্য খাবারের জিনিস।
পর্যবেক্ষন করে প্রতিটি বস্তুর চলাফেরা।
ধারন করে রাখে ওর সীমানায় ঘটে যাওয়া সব চিত্র !
পক্ষের সাফাই গাইলেও- ওর দেখার পরিধি;
ছাড়িয়ে যায় নির্লজ্জতা- নৈতিকতা- ভদ্রতা- গোপনীয়তা !
ওদের পিছনে বসে থাকা ব্যক্তিরা;
কি দেখে-আর না দেখে; তা জানে !?
ওরা নিজেরাও কি অপরাধ করছেনা;
আমার নিষিদ্ধ আঙিনায় অবৈধ প্রবেশ করে !!??
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



