

এ মহাবিশ্বের মহাধিপতি একমাত্র মহান আল্লাহ। আল্লাহ মানুষকে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি হিসেবে ঘোষনা করেছেন এবং অন্য সব সৃষ্টিরাজির উপর মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
বেশ কয়েক বছর থেকেই বাংলাদেশে রাস্তাঘাটে অতিরিক্ত ও অস্বাভাবিক বেশী পরিমান বে-ওয়ারীশ কুকুর দেখা যাচ্ছে। জনসাধারনের চলাচলে ভীতি সৃষ্টিকারী এসব কুকুর নিয়ে লেখালেখির পর সিটি কর্পোরেশন কর্তৃক কিছু কুকুর মেরে ফেলার উদ্যোগ গ্রহন করা হলে তথা্কথিত কিছু পরিবেশবাদী জাত গেলো জাত গেলো বলে চিৎকার শুরু করে দেয় !! থমকে যায় সিটি কর্পোরেশনের প্রচেষ্টা !! তবে এদের কোনও এক ইঞ্জেকশন দেয়া হয়। এতে কুকুরেরা কিছু দূর্বল হলেও এদের বংশ বিস্তার থেমে থাকেনা। ঢাকা শহরের এমন কোনও রাস্তা নেই যেখানে যত্র তত্র ডজন ডজন কুকুর বসবাস করেনা। আর তাদের উৎপাত রাস্তা থেকে শুরু করে ৬/৭ তলা ভবনের ছাদেও চলে !!!
সম্প্রতি পাবনার ঈশ্বরদী-তে যে ঘটনা ঘটেছে, তার দায় শুধুমাত্র ঐ গৃহীনির উপর চাপানো; বিচারহীনতা মাত্র !!! ভদ্রমহিলা তার ছোট্ট শিশু সন্তানের নিরাপত্তার কথা ভেবেই কুকুর ছানাদের সরিয়ে দিতে চেয়েছেন। তাতে ওদের মৃত্যূ ঘটলেও - জেলা প্রশাসন কোন্ গ্রাউন্ডে তাকে জেলে নিলো। ওই ব্যাটারা কবে এতো পশুপতি হয়ে গেলো !!?? পাবনায় কিংবা সমগ্র বাংলাদেশে যারা শিশু সন্তানের মা; তারা কি এখন নিজ সন্তানের নিরাপত্তা, সুস্বাস্থ্য রেখে কুত্তার বাচ্চার কেয়ার নিবে- পালবে ??!!! না পাল্লে কি তাদেরও জেলে যেতে হবে ??? এদেশের সেই নারীবাদী বুড়ি কুটনিগুলি কই ?? ৮ কুত্তার বাচ্চা মেরে এক মা জেলে !!! কিন্তু ৮০০ কুত্তার বাচ্চা-ও কী একজন মানব শিশুর সমতুল্য হতে পারে !!!??? আহ্ !! বাংলাদেশের চ্যানেল গুলো এত এত কুত্তার বাচ্চা প্রেমী !! হতেও পারে, সভ্যতার বিকাশে কুকুরদের অবদানও তো কম নয় !!!
ভারতের মুসলমানদের গরু খাওয়ায় তাদের প্রতি যে নির্মমতা; বাংলাদেশে কী কুত্তার বাচ্চার মৃত্যূ দিয়ে তার তুলনা বা চিত্রাংকন চলছে ??
ওই কুত্তার বাচ্চারা; সভ্যতা ও মানব চরিত্র বিকাশে তোদের আর তোদের বাপ-মা'দের ভুমিকা-অবদান কী কী ?
পরিবেশ উপদেষ্টা এ প্রশ্নটা (সভ্যতা ও মানব চরিত্র বিকাশে কুকুরের বাচ্চাদের আর তাদের বাপ-মা'দের ভুমিকা-অবদান কী কী ?? ) আগামী এস এস সি'র সিলেবাসে অন্তর্ভূক্ত করে নিতে পারেন ???
পাবনার জেলা প্রশাসনকে বলি; শিশু বাচ্চা থাকলে আপনার বাড়ীতে ২০/৩০ টা কুকুরের বাচ্চা এনে রাখেন। আপনি আর আপনার স্ত্রীর অসীম দয়া !! আপনাদের শিশুরা ওদের কাছ থেকে শিখে বিশাল কিছু অর্জন করবে !!! কুকুরের বাচ্চাকে সামান্য অবহেলাও করে, এমন সব মা'দের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিন !!! পারলে পাগলা গারোদের পাগলগুলোকেও ছেড়ে দিন !! আপনি থাকতে কুকুরের বাচ্চার মৃত্যূ ঘটা!! !!!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


