
এ দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা; সেনা (এনএসআই, ডিজিএফআই), পুলিশ (এসবি, ডিবি), RAB, বিজিবি এবং তাদের গোয়েন্দা বাহিনী আইন-শৃঙ্খলা সুরক্ষায় সম্পূর্ণরূপে ব্যর্থ !!
বিগত ১৫/১৬ মাস ম্যাজিস্ট্রেসি নিয়ে ক্ষমতা সারাদেশে সেনাবাহিনী নিয়োজিত থাকার পরও দেশে চুরি, ছিনতাই, খুন, দখল, চাাঁদাবাজি কমেনি। পরিস্থিতি বলছে; দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের অপরাধ নিয়ন্ত্রনের কর্মদক্ষতার মান সাধারনের চেয়েও নীচে নেমে গিয়েছে। হতে পারে কারও ইশারায়/নিয়ন্ত্রনে ইচ্ছাকৃতভাবে তাদের কাজ করতে দেয়া হচ্ছে না বা যথাযথ প্রফেশনাল প্রটেকশন তারা পাচ্ছেনা কিংবা হতে পারে ৫ আগস্টের বিপ্লবের ধাক্কার ট্রমার এরা এখনও সামলে উঠতে পারেনি অথবা সরকারী আমলা-দালাল-পুলিশের আয় কমে যাওয়ায় তারা তরিৎ পদক্ষেপ নিচ্ছে না- এটা একটা গুরুত্বপূর্ণ কারন হতে পারে। যাহোক্ সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক; তার প্রমান- গতকাল এক জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীর গুলিবিদ্ধের ঘটনা !!! এর দায় কার ???!!!
যতই বাহানা দেখাক; ক্ষমতায় থাকাকালীন এ দেশের প্রতিটি হত্যাকান্ডের দায় অন্তর্বতী সরকারের !!! আইন-শৃঙ্খলা পরিস্থিতির এ ভয়াবহ হুমকীতে জনগনকে রেখে; স্বরাস্ট্র উপদেষ্টার তরকারীতে গোস্ত, ঝোল আর আলুর পরিমান পর্যবেক্ষন- প্রকারান্তরে বাস্তবে তার দেয়া সুরক্ষা আর অপরাধের মাত্রার মতোই !!
জুলাই বিপ্লবে ফল ভোগকারী দেশের কিছু উপদেষ্ষ্টা, পেটমোটা কিছু ভিভিআইপি, ভিআইপি, রাজনীতিবিদ আর কিছু প্রশাসনিক কর্তার ভালো থাকা মানেই; সবাই ভালো থাকা নয় !! আজ যারা-ই দায়িত্ব এড়িয়ে চলছে; তাদের সবাইকে এ দায়িত্বহীনতার জন্য জবাবদিহী করতে হবে; ইতিহাস এটাই সাক্ষ্য দেয় !!!
পরিশেষে; ক্ষমতার চেয়ারে বসে মধু-মক্ষিকা খেতে চাওয়া নির্বাচনী প্রার্থীদের বলি, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে- আর কিছু না পান- অন্ততঃ বুলেট প্রুফ একটি হেলমেট মাথায় রেখে নির্বাচনী প্রচারনায় নামুন !!! পেট-বুক না বাচুক; মাথাটা রেহাই পাবে !!!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




