
তোমার নাভীমূলে নজরে মুখথুবড়ে যুবকের মৃত্যু
কিংবা অনাগত লক্ষ শিশুর।
টইটম্বুর রগরগে কমনিচটক অবয়বখান।
বর দিবা? ভোটহীন হাহাকারে কামে-মৈথুনে
আগুনঢালা যুবকীয় শৃঙ্গার রসে উষ্ণ শপথ,
যদি বর দাও গণতন্ত্রহীন থাকবো লক্ষ বছর!
এক জীবন কাটিয়ে দেবো আফিমের ঘোরে।
তোমার সুডৌল স্বপ্নের ওমে একশো জাল ভোট দেবো,
আখক্ষেতে ছাগল বন্দি না হোক কামে-ওমে
বার্জার রঙের চার দেয়ালে দিব্যি বন্দী হবো।
তোমার সোনালি আঙুলে গোলামীর বলিরেখা দেখেছি
দেখেছি শিল্পের মৈথুনী চমৎকার হাত স্বৈরপক্ষে
বিশ্বাস করো দেখে দেখে আমার মহাভারত গেছে।
তুমি শুধু আহ্বান করো রাজপথের বিছানায় মিছিল দেবো,
একান্ত তুমি আর আমি চলে যাবো শাজাহান ওমরে
শরমের মাথা খেয়ে বিশ্বকে ঘোর লাগা কাম শেখাবো।
বর দাও ফিরেও তাকাবো না ডান্ডাবেঁড়ী পায়ে পিতার জানাজায়,
ওসব আমায় ছুঁবে না ঐ হাতে ছুঁও যদি আমার ভোটদন্ড।
বর দাও ফিরেও তাকাবো না শপথ স্যান্ডেলিনার
ধুইয়ে মুছে দেবো গণতন্ত্রের যত নাম নিশানা।
উৎসর্গঃ অভিনয় শিল্পী জয়া আহসান-কে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


