প্রিয় ভাই ও বোনেরা,
সুচিন্তিত আচরণ করবার এখনই সময়। অবৈধ সরকার নানা হুমকি তৈরি করবার চেষ্টা করছে, মূলত তারাই ভয় পেয়ে গেছে। কিছু গ্রেফতার, নির্যাতন করছে ; আর বেশিদিন এটি চালাতে পারবে না। জাতীয় ও আন্তর্জাতিক চাপে সোজা হতে পারবে না। ওদের আছে ক্ষমতা ও অবৈধ সম্পদ হারানোর মোহ। এগুলো ওদের পাগলপ্রায় করে দিয়েছে। কোনভাবেই আর মনোবল ফেরাতে পারবে না ইনশাল্লাহ।
আমাদের কাজ এখন খুবই গুরুত্বপূর্ণ, মানুষের পাশে দাঁড়ানো, যারা গ*ণহ*ত্যা হইছে ঐ পরিবারের পাশে, আহত পরিবারের পাশে দাঁড়ানো। কোন দলমত দ্বারা কাউকেই নির্ধারণ করা যাবে না, সবার আগে মানুষ ও দেশ। দেশ বাঁচলে রাজনীতি করা যাবে।
প্রিয় ভাই ও বোনেরা,
সমগ্র পৃথিবীতে গ*ণহ*ত্যা একটি ঘৃণ্য বিষয় এবং আন্তর্জাতিক ও মানবজাতি বিরোধী অপরাধ। এ অপরাধের কোন পক্ষ নাই, সেটি ভারতও থাকতে পারবে না। কোন ন্যারেটিভ কাজে আসবে না। প্রত্যেকের জায়গা থেকে বিষয়টি নিয়ে আন্তরিকতা ও ধৈর্য নিয়ে কাজ করা সময়ের ব্যাপার। ছোট ছোট করে হলেও এ প্রতিবাদ এগিয়ে নিতে হবে।
ডেটাসেন্টার এসোসিয়েশন অলরেডি সম্মিলিত বিবৃতি দিয়ে দিয়েছে যে, ডেটাসেন্টারের কোন ক্ষয়ক্ষতি হয়নি, এটি একটি বড় আন্তর্জাতিক ও জাতীয় চাপ। সরকারের চামচামি করে কেউ তার ব্যবসা নষ্ট করবে না, এটিই তার প্রকাশ, সাথে সাথে সরকারের নিয়ন্ত্রণ দূর্বল হচ্ছে তার প্রকাশ। এভাবে ধীরে ধীরে আরো চাপ আসবে, চাপে সরকারের নাভিশ্বাস বের হয়ে আসবে ইনশাল্লাহ।
এখন শুধু সময় শক্ত করে, শক্ত হাতে হাত ধরার, একটি সাম্য,গণতন্ত্রিক এবং সম্প্রীতির আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্যের। মনে রাখতে হবে হায়েনারা ঐক্যবদ্ধ, আমাদেরও দৃঢ় ঐক্য প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৪ রাত ৯:০৫