
দেখলাম পলক সাহেব বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশীদের দেশে টাকা পাঠানোর পরামর্শ দিচ্ছেন। এদিকে আবার খুঁজে বের করা হয়েছে পলক সাহেব গত ৯০ দিনে তার ফেইসবুক পেইজের পেছনে কত ডলার খরচ করেছেন। দেখা যাচ্ছে তিনি গত ৩ মাসে ২৫,০৯১ ডলার বা প্রায় ২৫ লক্ষ টাকা ফেসবুক এডের পেছনে খরচ করেছেন। এবং পলকের পরই রয়েছে সরকারের প্রোপাগান্ডা সাইট প্রেস-এক্সপ্রেস, এরা খরচ করেছে ২৫,০৮৫ ডলার যা প্রায় ২৫ লক্ষ টাকার সমান। একটু আপত্তিজনক বিষয় হইলো, ফেসবুক এডের খরচে সালমান সাহেব পলক সাহেবের পেছনে! তিনি খরচ করেছেন ২৪,৭০৪ ডলার!
তাহলে কি দাঁড়ালো? সরকারের দুই খাস লোক এবং প্রোপাগান্ডা আউটলেট গত ৩ মাসে বিদেশে পাঠিয়েছে ৭৪,৮৮০ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা।
সামান্য ফেসবুক এডের পেছনেই যারা এতটাকা বিদেশে পাঠাতে পারে, তাহলে অন্যান্য খাতে তারা কত টাকা বিদেশে পাঠিয়ে থাকতে পারেন? আর পলক সাহেবের আয় রোজগার নিশ্চই মন্দ না! তিন মাসে ২৫ লাখ টাকা খালি ফেসবুক এডের পিছেই খরচ! বাহ বাহ, কেয়া বাত!
তাহলে তো প্রবাসীদের আপাতত দেশে টেকাটুকা না পাঠালেও চলবে। দেশেই তো মনে হয় টাকা উড়ছে।
লিখা স্বত্ব- জাওয়াদ সাহেব, অনুসন্ধানী সাংবাদিক।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


