সচরাচর আমি লিখতে পছন্দ করিনা। যেদিন লিখতে বসি সেদিন আর কিছুই করি না। আজকে অনেকদিন পর লিখতে বসেছি। কারণ ইদানিং কিছুই ভালো লাগছে না। শুধুই নিজেকে অকৃতজ্ঞ মনে হচ্ছে। এলআরবি খ্যাত আইয়ুব বাচ্চু ইদানিং একটা কমেন্ট করেছেন। কমেন্টটি ছিল এইরকম,
"ব্যান্ড মিউজিকে নতুন মাত্রা যোগ করেছি আমরা- এলআরবি, মাইলস, নগর বাউল, সোলস, ফিডব্যাক, ওয়ারফেইস, রেনেসাঁসহ কয়েকটি ব্যান্ড। এখন যোগ করছে আর্টসেল, ব্ল্যাক- অর্থহীন না। হতে পারে অর্থহীন ভাল ব্যান্ড।" - আইয়ুব বাচ্চু
আমি উনাকে হেয় করে কিছু লিখতে বসি নাই। অথবা, কাঁদা-ছোঁড়াছুড়িও করতে আসিনি।
আমি শুধু মনে করিয়ে দিতে এসেছি, শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এসেছি, অর্থহীন কিভাবে ব্যান্ড মিউজিক দ্বারা এদেশে একটি নতুন প্রজন্ম তৈরিতে সাহায্য করছে।
বেশি কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক। অর্থহীনের সর্বশেষ অ্যালবাম অসমাপ্ত-২ এর গানগুলো কি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে সেটা সবারই জানা। কিন্তু প্রত্যেকটা গানের ভাবার্থ যে স্বকীয়ভাবে অর্থহীনকে-ই/আমাকে-ই/আপনাকে-ই/সবাইকে-ই প্রকাশ করছে সেটা কি সবার জানা? এখানে আমার প্রশ্ন, “আমার মত এই প্রজন্মের একজন যুবক দেশের একটি প্রথম সারির ব্যান্ডদলের কাছ থেকে তাদের সদ্য রিলিজ পাওয়া এ্যালবাম থেকে সর্বোচ্চ কি আশা করতে পারে? যে কিনা মেটালিকা, মেগাডেথ এর গানও মাঝে মাঝে শুনে।”
আমি জাস্ট চেয়েছিলাম আমার সময়/মুহূর্তগুলো যেন আমি গানের মত করে শুনতে পারি।
আমি আমার আশার থেকেও শত, সহস্র, অজুত গুণ বেশি কিছু পেয়েছি এই এ্যালবাম থেকে। আমার সবচেয়ে দুঃসময়, অফুরন্ত সুসময়, চিলিং টাইমে অথবা ফুরফুরে মেজাজে, রোমান্টিসিজমে, এলোমেলো মুহূর্তগুলোতে, ভাবুক সময়গুলোতে, এবং প্রচণ্ড রাগ-জমাটবাঁধা সময়ে, এমনকি যখন উৎসাহ-সাহস দেওয়ার কত কেউ পাশে থাকে না তখনও আমি পাশে পাই এই অসমাপ্ত-২ কে! সর্বোপরি অর্থহীনকে!
কোন ফিলিংসে কোন গানটি সবচেয়ে পারফেক্ট লাগে সেটা যারা অর্থহীনের গান শুনে তারা সহজেই বুঝতে পারবে!
সবচেয়ে খারাপ সময় যাচ্ছে? বাজে সময়ের সম্মুখীন? দুঃসময়ে যখন আমি ক্লান্তপ্রায় তখন আমায় ছায়া দেয়, আমায় শক্তি দেয়, আমার মধ্যে পুনরায় উদ্যম ফিরিয়ে দেয় – “যাক না”
যদি ভাবো কখন হবে শেষ আঁধার এই দিনের
যদি ভাবো কখন শুনবে সুর নতুন এক গানের
যদি হারাও স্বপ্নগুলো সব আকাশের নীলে
যদি ঝরে বৃষ্টি এই চোখে বুক ভরা কষ্ট নিয়ে
রাফা’র কণ্ঠে “আবার” শুনলেই আমার দুঃখরা পালিয়ে যায়, অন্ধকার পথগুলো সব আলোকিত হয়ে যায়, নতুন নতুন স্বপ্ন আমায় বাঁচার উৎসাহ দেয়! আর শরীরের রক্তকণিকা-গুলোতে নাচন শুরু হয়ে যায়। উইদাউট এনিথিংস আই গট ফিলিংস, চিলিং, হাইনেস এন্ড এভ্রিথিং!
জানি ছিলো অতীতটা তোমার
চারিদিক ছড়ানো অন্ধকার
ছিলোনা কেউ পাশে এসে, হাতটা তোমার ধরার
কিন্তু চলে যাবে সব কিছু আজ
যখন ভাঙ্গবে ঘুমটা আজ তোমার
দেখবে তুমি আজ আমায়, হাসছি আমি দাঁড়িয়ে
মাঝে মাঝে বসন্তের, ফাগুনের অথবা, বর্ষার বিকেলে যখন হঠাৎ করে রোমান্টিকতা হৃদয়ে আছড়ে পড়ে তখন আমরা সফট/রোমান্টিক গান-ই শুনি বা শুনতে পছন্দ করি। “আকাশের তারা”র লিরিক্সটা একবার মন দিয়ে শুনলে রোমা-আন্টি (রোমান্টিক-ভাবনা) আমার মন-মাথা-শরীরে ভর করে অথবা বলতে পারেন আছর করে! আমি তখন শুধুমাত্র-ই প্রেমিক, প্রেম-ই যার ধর্ম। প্রেম কর, নতুবা ছেঁকা খাও! ছেঁকা খাইছ, আবার প্রেম কর!
শেষ বিকেলের আলো যখন চলে যাবে
যখন ছুটি নিবে গোঁধূলী, তুমি কোথায় রবে?
দিক ভ্রান্ত যখন কেউ নেই পাশে
তখন যদি হাতটা বাড়াই
তুমি কি তা ছুঁবে?
যদিও পিওর ভালবাসার ফিলিংস নিতে চাইলে অর্থহীনের অন্য এ্যালবামের কিছু গানের স্বাদ নিতে হবে।
“আমার প্রতিচ্ছবি”, “তুমি” বিবর্তন এ্যালবামের এই গানগুলোকি বাংলা ভাষায়(শুধু-ই ব্যান্ড সংগীতে না) কোনো নতুন মাত্রা যোগ করেনি?
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ।
“আমার প্রতিচ্ছবি”- বিবর্তন
আমার এ গান শুধু তোমায় নিয়ে
আমার এ মন শুধু তোমায় ভাবে
তবু কেন তুমি কাঁদো
এইতো আমি চেয়ে দেখো
তুমি আসলে আবার অন্যরূপে
তুমি বাসলে ভালো আমারে।
“তুমি”- বিবর্তন
সহজ বাংলা-য় এরচেয়ে সুন্দর প্রেম নিবেদন আর কি হতে পারে? মন যখন আরও কঠিন রোমান্সে যেতে চায় তখন শুনতে হয় অসমাপ্ত-১ এর “যদি কোন দিন”
যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।
নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।
“যদি কোন দিন”- অসমাপ্ত ১
আমি এক অধ্যায় থেকে আরেক অধায়ে চলে যাচ্ছি! অর্থহীন একটা বিষয়, একটা ধারা, নিজেই নতুন একটা মাত্রা। আমি এখানে জাস্ট “অসমাপ্ত-২” অধ্যায় নিয়ে আলোচনা করছি।
মাঝে মাঝে যখন আমার প্রচণ্ড মন খারাপ থাকে, উড়তে ইচ্ছে করে, কোনো কিছুতেই মন বসে না তখন শুনি “উড়ু উড়ু মন”। রাফা’র ব্যাকআপ ভয়েজ আমায় আন্দোলিত করে। এক কথায় অসাধারণ একটা গান। স্পিকারে লাউডলি শুনলে বেশি ভালো লাগে।
আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ী
কাঁদছে সে সকাল থেকে সব নিয়েছে আড়ি
সময় আর অসময়ে কাঁদে সারাক্ষন
আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন
এই গানটা স্পিকারে কয়েকবার লাউডলি শুনলে একটা সময় একটা নেশার মতন লাগবে, একটা সময়ে মগজে বারে বারে রিপিট হতে থাকবে “আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন” “আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন” “আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন”!
“আনমনে” গান দিয়ে অর্থহীন আরেকটা নতুন মাত্রা যোগ করেছে বাংলা গানে। আমার মত যারা অর্থহীন ভক্ত তারা “আনমনে-২” গানটা নিয়ে সন্তুষ্ট হতে পারে নাই। কারণ হতে পারে “আনমনে” গানটার অসম্ভব শ্রোতাপ্রিয়তা। এরপরেও “আনমনে” বাংলা গানে নতুন একটা ধারা। অস্বীকার করা যায়?
মেঘের ঐ দেশে কি হারাও
আনমনে আজও
বৃষ্টির ঐ ছোঁয়াতে কি আমায়
খোঁজো এখনো
“সূর্য-২”, “ক্যান্সার”, “নিকৃষ্ট-২” এই গানগুলি কি বাংলা ব্যান্ড-সংগীতে নতুন মাত্রা এনে দেই নি? আমরা যারা মেটালিকা, মেগাডেথ, গান্স এন্ড রোজেস এর বেজের তালে মাতাল হয়ে কিছুই না বুঝে সব-বুঝার স্বাদ পায় তারা জানি বেস/বেজ-বাবা নামটার মমার্থ।
“গল্পের শুরু (অদ্ভূত সেই ছেলেটি)”, অথবা, “অদ্ভূত সেই ছেলেটি”, “অদ্ভূত সেই ছেলেটি ২” এই সিরিজের গানগুলির কথা আমি কিছুই বলবো না। শুধু গাইবো
জোঁছনায় অজানা পথে চলা
এখানে আছে যে মোর ভালোবাসা…
আমার পার্সোনালি মনে হয় এভাবে স্পেসেফিকলি ভ্যারাইটি দিয়ে কোন বাংলাদেশি ব্যান্ড কোনো নতুন কমিউনিটি তৈরি করতে পারে নাই। একমাত্র অর্থহীন'ই এই মাত্রা/ক্রাউড/ক্রেজিনেস নতুনভাবে যুক্ত করেছে বাংলা ব্যান্ড মিউজিকে।
সো “কিপ কালম এন্ড লাভ অর্থহীন”
আলোচিত ব্লগ
অবশেষে গ্রেপ্তার সিতাংশু কুমার (এসকে) সুর, সাবেক ডিপুটি গভর্ণর!
সিতাংশু কুমার (এসকে) সুর যিনি বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর ছিলেন। তখন ছিল আম্লিগ শাসন সুতরাং বোঝায় যাচ্ছে এই দাদার ক্ষমতার দাপট কতটা ছিল? তিনি ধরা কে সরা মনে করতেন।... ...বাকিটুকু পড়ুন
=একদিন কার্জল হল ভ্রমণ করেছিলাম=
০১।
কার্জন হলে একদিন আমি আর আমার ছোট পুত্র ঘুরতে গিয়েছিলাম। ছেলে আগে প্রায়ই বায়না ধরতো, এখানে সেখানে ঘুরে বেড়ানোর জন্য। শুক্রবারে বিকেলে বিভিন্ন জায়গায় যেতাম আমি আর... ...বাকিটুকু পড়ুন
ভালো থাকুক সব নিধুয়ারা
মনটা ক'দিন ধরেই ভীষন বিষন্ন। নিধুয়ার এ স্বেচ্ছামৃত্যু কোনভাবেই নিতে পারছি না আমি। মেয়েটা আমার কেউই না, আট দশজন সাধারন কানাডিয়ান বাঙ্গালীর মাঝে সেও একজন। তারপরও মাত্র ১৯ বছরের... ...বাকিটুকু পড়ুন
এই সম্পদ জয় পেলো কোথাথেকে?
২০২৩ সালে সোসাল মাধ্যমে একটি সংবাদ চাউর হয়েছিল যে, বৌ এবং সম্পদ দুটোই হারালো হাসিনা পুত্র। হাসিনার পুত্রের সাথে তার মার্কিন স্ত্রী ক্রিস্টিনার ডিভোর্স সম্পন্ন হয়েছে। বোন পুতুলের পথেই... ...বাকিটুকু পড়ুন
বেগম জিয়া কি আজ অবধি জিয়া এতিমখানা করেছেন কোথায়ও?
আজকে, আমাদের জনপ্রিয় ও মুক্তিযোদ্ধা ব্লগার, জুল ভার্ণ জিয়া এতিমখানার বিচারের নামে ষড়যন্ত্র করে বেগম জিয়াকে যারা জেলে দিয়েছিলো, তাদের সবার বিচার চেয়ে ১ খানা পোষ্ট দিয়েছেন!... ...বাকিটুকু পড়ুন